এই মুহূর্তে




মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার অনুমতি দিলেন না অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল, তা প্রত্যাহার করতে বাধ্য হল মামলাকারী সংস্থা। কেননা এই মামলা সংক্রান্ত কিছু শুনতে রাজি হন নি কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল। সুতরাং কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়া এই মামলা শুনানির জন্যে সুপ্রিম কোর্টে উঠলে তা খারিজ হয়ে যেত। তাই তার আগেই মামলাটি প্রত্যাহার করে নিতে বললেন কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল। আসলে স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের রায় নিয়ে কিছু মন্তব্য করেছিলেন মমতা। তা নিয়েই মুখ্যমন্ত্রীর বিরোধীতা করেছিলেন কিছু বিরোধী শিবির । অনেকেই দাবি তুলেছিলেন যে, সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের নির্দেশের পর মুখ্যমন্ত্রীর মন্তব্যগুলি আদালত অবমাননার সমান।

এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননার অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হয় ‘আত্মদীপ’ নামের এক সংস্থা। গত জুলাই মাসে প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি উঠেছিল। আর তখনই মামলাকারীকে তীব্র ভর্ৎসনা করেছিলেন প্রধান বিচারপতি। সঙ্গে এই মামলার শুনানির জন্যে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল অনুমতি দেবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন। কেননা কোনও নির্দিষ্ট মামলার সঙ্গে যুক্ত কারও বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হলে কেন্দ্রীয় অ্যাটর্নি জেনারেলের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। কেননা ২৬ হাজার চাকরি বাতিলের মামলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি কোনও যোগ নেই। কিন্তু সাংবিধানিক পদাধিকারী হিসেবে তিনি মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে কথা বলতে কোমর বেঁধে মাঠে নামে বিরোধী রাজনৈতিক শিবির গুলি।

পাশাপাশি প্রতিবাদ জানায় ‘আত্মদীপ’ নামের সংস্থাটিও। তাই এক্ষেত্রে সুপ্রিম কোর্টে মামলা হলে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলের প্রয়োজন হয়। তাতেই কোনও সাড়া দিলেন না কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল। তাই শুনানির জন্যে সুপ্রিম কোর্টে ওঠার আগেই মামলাটি প্রত্যাহারের অনুমতি চায় সংশ্লিষ্ট সংস্থা। প্রধান বিচারপতির বেঞ্চ সেই অনুমতি দিয়েছে। গত ৩ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রাজ্যের ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয় সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। এরপরেইএরপরে সাংবাদিক বৈঠক করে কিছু মন্তব্য করেছিলেন মমতা। তাতেই ক্ষুব্ধ হয়ে মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে মামলা করেছিল আত্মদীপ সংস্থা। কিন্তু সেই মামলার জন্যে অনুমতি দিল না কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ! শীর্ষনেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আরও ৭ মাওবাদী খতম

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ