27ºc, Haze
Friday, 24th March, 2023 9:56 pm
নিজস্ব প্রতিনিধি: একটু বেনজির ঘটনা। গতকাল দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে রঙের উৎসব হোলি। আর সেই দিনই ছিল আন্তর্জাতিক নারী দিবস। একই তারিখে এই দুটি দিন পড়ায় বিয়ের জন্য পাত্র-পাত্রীর যোগাযোগকারী ওয়েবসাইট হিসাবে বিখ্যাত Bharat Matrimony’র তরফে একটি ৭৫ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছিল Twitter-এ। কিন্তু সেই ভিডিও(Holi Video) ঘিরেই দেশজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র বিতর্ক। যদিও বেশির ভাগ মহিলাই সেই ভিডিও বার্তাকে সমর্থন করেছেন। তাঁরা দাঁড়িয়েছেন Bharat Matrimony’র পাশে। কিন্তু দেশের পুরুষ সমাজ সেই ভিডিও তীব্র বিরোধিতা শুরু করায় Bharat Matrimony বাধ্য হয় সেই ভিডিও ডিলিট করে দিতে।
Bharat Matrimony’র ভিডিও-তে দেখা গিয়েছে আবিরে রাঙা এক মহিলা মুখ ধুতেই ধরা পড়ছে তাঁর চোখের নীচের কালশিটের দাগ ও মুখের মধ্যে কেটে যাওয়া অংশ। যা কার্যত বলে দিচ্ছে রঙ খেলতে গিয়ে তিনি শারীরিক হেনস্থার শিকার হয়েছেন। সেই সঙ্গে ভিডিওতে ফুটে উঠেছে কিছু লেখা। ‘হয়রানির শিকার হওয়ার কারণে অনেক মহিলা হোলি খেলা বন্ধ করে দিয়েছেন। এই ভিডিওটি দেখুন যা এক জ্বলন্ত উদাহরণ হিসাবে জীবন্ত করে তুলেছে। এই হোলিতে, আসুন আমরা নারী দিবস উদযাপন করি এবং প্রতিদিন তাদের নিরাপদ রাখার চেষ্টা করি।’ এর পাশাপাশি ওই ভিডিও-তে হ্যাজট্যাগ করা হয়েছে #BeChoosy #Holi #Holi2023 #WomensDay. কিন্তু সেই ভিডিও নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন নেটিজেনরা, থুড়ি রক্ষণশীল পুরুষ সমাজ। তাঁরা এই ভিডিও’র বিরুদ্ধে পাল্টা প্রচার শুরু করেন #BoycottBharatMatrimony নাম দিয়ে যা দ্রুত Twitter-এ Trending হয়ে ওঠে।
কেন এই ক্ষোভ? যারা Bharat Matrimony’র এই ভিডিও’র বিরোধিতা করছেন তাঁদের দাবি, হোলি রঙের উৎসব যা পবিত্র ও ধর্মকেন্দ্রীক। সেই উৎসবকে কেন এভাবে আক্রমণ করা হল? মেয়েরা কী শুধুমাত্র হোলির দিনেই শ্লীলতাহানি বা শারীরিক নিগ্রহের শিকার হন? অন্য কোনও দিন তা হন না? যদি নিত্যদিন এই ধরনের ঘটনা ঘটে তাহলে শুধু হোলিকে কেন লক্ষ্য করে আক্রমণ শানালো হল Bharat Matrimony’র তরফে। কার্যত গোটা বিষয়টি হিন্দু ধর্ম ও সংস্কৃতির ওপর আক্রমণ তথা আঘাত হিসাবে তুলে ধরেন তাঁরা। যদিও দেখা যায় সেই #BoycottBharatMatrimony প্রচারেই ওই সংস্থার পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন মহিলারা। তাঁরা সাফ জানিয়েছেন, সভ্য শিক্ষিত সমাজ কোনওদিনই সরব হবেন না হোলির দিনে মেয়েদের শ্লীলতাহানি বা শারীরিক নিগ্রহ নিয়ে। তাই #BoycottBharatMatrimonyকে সালাম, কেননা তাঁরা চেষ্টা করেছেন এই অন্ধকার দিকটি প্রকাশ্যে তুলে ধরতে। যদিও এই বিতর্ককে আর বাড়াতে দিতে চাননি Bharat Matrimony’র কর্তারা। তাঁরা ভিডিওটি ডিলিট করে দেন।