-273ºc,
Sunday, 4th June, 2023 9:50 am
নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মদ্যপ অবস্থায় মাঝ আকাশে এক বিমানবালার শ্লীলতাহানির চেষ্টা ও সহযাত্রীর সঙ্গে হাতাহাতির অভিযোগে ৬২ বছর বয়সী এক সুইডিশ যাত্রীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ধৃতের নাম ক্লাস এরিখ হারাল্ড জোনাস ওয়েস্টবার্গ। গতকাল শুক্রবার অবশ্য মুম্বইয়ের আন্ধেরি আদালত ওই যাত্রীকে জামিন দিয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে আসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
মুম্বই পুলিশের এক আধিকারিক জানান, গত বৃহস্পতিবার ব্যাঙ্কক থেকে মুম্বইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটি আকাশে ওড়ার খানিকবাদেই খাবার নিয়ে বিমান কর্মীদের সঙ্গে বচসায় জড়ান সুইডিশ নাগরিক ওয়েস্টবার্গ। বিমান কর্মীরা ওই যাত্রীকে জানান, যাত্রীদের বিনে পয়সায় কোনও খাবার সরবরাহ করা হবে না। এর পরে অভিযুক্ত যাত্রী একৃই চিকেনের পদ অর্ডার করেন। এক বিমান কর্মী ওই খাবার পরিবেশনের পরে তার মূল্য চোকানোর জন্য পিওএস মেশিন এগিয়ে দেন। কার্ড সুইপ করার সময় ওই যাত্রী বিমানবালার হাত অশালীনভাবে স্পর্শ করেন। প্রতিবাদ জানান ওই বিমানকর্মী।
এর পরেই বিমানের অন্যান্য যাত্রীদের সামনেই ওয়েস্টবার্গ ওই বিমানকর্মীর শ্লীলতাহানির চেষ্টা করেন। একজন যাত্রী আপত্তি জানালে তার সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মুম্বই বিমানবন্দরের ম্যানেজারকে গোটা ঘটনা জানান বিমানচালক। ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটি মুম্বই বিমানবন্দরে অবতরণের পরেই অভিযুক্ত সুইডিশ যাত্রীকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত থেকে জামিন পান ওই যাত্রী।