এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শুরু ৫ রাজ্যের ভোটগণনা! দুপুরেই পরিষ্কার হবে চিত্র

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল থেকেই দেশের নজর আটকে আছে ৫ রাজ্যে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর ও গোয়া। এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে এদিন সকাল ৮টা থেকে। এদিনেই প্রতিটি রাজ্যের ফলাফল(Assembly Election Result) সামনে চলে আসবে। বোঝা যাবে এই ৫টি রাজ্যে কোন কোন দল এবার ক্ষমতায় আসতে চলেছে বা ক্ষমতা ধরে রাখছে কিংবা ক্ষমতা হারাচ্ছে। সন্দেহ নেই এই ৫টি রাজ্যের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তরপ্রদেশ। আর তাই দেশের সিংহভাগ মানুষের নজর আটকে রয়েছে এই রাজ্যে। বিজেপির(BJP) কাছে এই রাজ্যের ক্ষমতা ধরে রাখা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই বাকি ৪টি রাজ্যের ক্ষমতায় ফেরা কংগ্রেসের(INC) কাছে সমান গুরুত্বপূর্ণ। পাশাপাশি জাতীয় স্তরের রাজনীতিতে নিজেদের প্রভাব আরও বাড়াবার জন্য এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস(TMC) ও আম আদমি পার্টির(AAP) কাছে।

এই ৫টি রাজ্যের বুথ ফেরত সমীক্ষা কিন্তু বলে দিয়েছিল উত্তরপ্রদেশে(Uttar Pradesh) ফের ক্ষমতায় ফিরছে বিজেপি। এদিন সকাল থেকেই গণনা শুরুর পর থেকে যে ট্রেন্ড সামনে আসছে তাতে দেখা যাচ্ছে যোগীভূমের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি এগিয়ে ১৫০টি কেন্দ্রে, সমাজবাদী পার্টি এগিয়ে ৮২টি আসনে, বিএসপি ৫টি আসনে এগিয়ে ও কংগ্রেস এগিয়ে ৩টি আসনে। ২টি আসনে এগিয়ে রয়েছে দুই নির্দল প্রার্থী। এই ট্রেন্ড দেখে বিশেষজ্ঞদের দাবি, বিজেপি এবারেও উত্তরপ্রদেশের ক্ষমতা ফিরছে তবে ২০১৭’র তুলনায় তাঁদের আসন কমছে। আসন বাড়ছে সমাজবাদী পার্টির। অন্যদিকে উত্তরাখণ্ডে(Uttarakhand) জোর লড়াই চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। সেখানে ৭০টি আসনের মধ্যে ৩৪টি করে আসনে এগিয়ে রয়েছে বিজেপি ও কংগ্রেস। আম আদমি পার্টি এগিয়ে ২টি আসনে।

পাঞ্জাবে(Punjab) এবার কার্যত ক্লিস স্যুইপে ক্ষমতা দখলের পথে এগিয়েছে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সেখানেকার ১১৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আপ এগিয়ে ৫০টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৭টি আসনে, শিরোমণি অকালি দল এগিয়ে ১৯টি আসনে, বিজেপি এগিয়ে মাত্র ৫টি আসনে, নির্দল প্রার্থী এগিয়ে ১টি আসনে। অনেকেই মনে করছেন এবারে আপ যদি একক সংখ্যাগরিষ্ঠতা নাও পায় তাহলে শিরোমণি অকালি দলের সঙ্গে জোট গড়ে তাঁরা সরকার গড়ে ফেলতে পারে। কংগ্রেস বা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আপ সরকার গড়বে এমন সম্ভাবনা নেই বললেই চলে। কেননা আপ যেমন বিজেপি বিরোধী তেমনি তাঁদের লক্ষ্যই হচ্ছে কংগ্রেসের জমি দখল করে সর্বভারতীয় রাজনীতিতে বিজেপির বিকল্প হিসাবে উঠে আসা। আর এখনেই পাঞ্জাবে আপের সঙ্গে আম আদমি পার্টির জোট গঠনের সম্ভাবনা নেই বললেই চলে। 

মণিপুরে(Manipur) এবারেও ফের ক্ষমতায় ফিরছে বিজেপি। সেখানকার ৬০টি আসনের মধ্যে ১৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।  কংগ্রেস এগিয়ে ৯টি আসনে, এনপিপি এগিয়ে রয়েছে ৮টি আসনে। এনপিএফ এগিয়ে ২টি আসনে ও অনান্যরা এগিয়ে আছে ২টি আসনে। সবশেষে নজর দেওয়া যাক আরব সাগরের তীরে থাকা গোয়ার(Goa) মাটিতে। সেখানে তো রীতিমত চমকের পর চমক। সেখানকার ৪০টি আসনের মধ্যে ১৬টি আসনে এগিয়ে কংগ্রেস, ১৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির জোট এগিয়ে রয়েছে ৭টি আসনে। অনান্যরা এগিয়ে আছে ২টি আসনে। প্রাথমিক ভাবে যে ট্রেন্ড উঠে আসছে এই ৫টি রাজ্য থেকে তাতে একটা বিষয় পরিষ্কার কংগ্রেস উত্তরপ্রদেশ বাদ দিয়ে বাকি ৪টি রাজ্যে রীতিমত ভাল ফল করতে চলেছে যা তাঁদের কাছ থেকে অন্তত আশা করা হয়নি। দেখার বিষয় শেষ হাসি কংগ্রেস কোন কোন রাজ্যে হাসে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্বাচনী আচরণ ভঙ্গের অভিযোগে মোদি- রাহুলকে নোটিশ কমিশনের

২০২৫ সালে ভারতে বৈদ্যুতিন গাড়ি নামাচ্ছে কিয়া, হুন্ডাই

অরুণাচল প্রদেশে  ভয়াবহ ভুমিধস, চিন সীমান্তবর্তী এলাকায় সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ অ্যাপে IPL-স্ট্রিমিংয়ের প্রচার, মহারাষ্ট্র সাইবার সেলের সমন পেলেন তামান্না

ভোট দিতে চার্টার্ড বিমানে কেরলে পৌঁছেছেন ১০ হাজারের বেশি প্রবাসী মালায়ালি

ছুরি দিয়ে একাধিকবার আঘাত, ইন্ডিয়া গেটের সামনে খুন আইসক্রিম বিক্রেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর