নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কথায় বলে ‘চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা’। তবে বিদ্যুৎ চুরি করে দীপাবলিতে নিজের বাড়ি আলোকমালায় সাজাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার ছেলে তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। প্রথমে বিদ্যুৎ চুরির কথা অস্বীকার করেছিলেন। কিন্তু বাঁচার উপায় নেই বুঝতে পেরে শেষ পর্যন্ত বিদ্যুৎ চুরির জন্য ধার্য জরিমানার টাকা মিটিয়ে দিয়েছেন। শুক্রবার বিজেপি নেতাদের চোখের মণি তথা জেডিএস নেতা নিজেই সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিদ্যুৎ চুরির জন্য বেসকমের ধার্য করা ৬৮,৫২৬ টাকা জরিমানা মিটিয়ে দিয়েছেন।’ যদিও জরিমানার অঙ্ক বিশাল বলে দাবি করেছেন তিনি।
গত ১৪ নভেম্বর দীপাবলির দিন বেঙ্গালুরুতে নিজের বাড়ি আলোকমালা দিয়ে সাজিয়েছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। আর তার কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায়, রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে তার সাহায্যেই বাড়ির আলো জ্বালিয়েছেন জেডিএস নেতা। ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই বেসকমের এক ইঞ্জিনিয়ার সরেজমিনে পরিদর্শন করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে চুরি করা বিদ্যুত ব্যবহার করে আলো জ্বালানোর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন। বিদ্যুৎ চুরির বিষয়ে দেবেগৌরা পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর পাশাপাশি ৬৮,৫২৬ টাকা পরিশোধ করার জন্য নোটিশ পাঠান।
প্রথমে বিদ্যুৎ চুরির বিষয়টি অস্বীকার করেছিলেন কুমারস্বামী। রাজ্যের কংগ্রেস সরকারের অপপ্রচার বলেও দাবি করেছিলেন। কিন্তু সাধারণ মানুষের কাছে তা বিশ্বাসযোগ্য মনে হয়নি। উল্টে কুমারস্বামীর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির পোস্টারে ছয়লাপ হয়ে যায় গোটা বেঙ্গালুরু। শেষ পর্যন্ত চাপে পড়ে বিদ্যুৎ চুরির জন্য বেসকমের ধার্য করা জরিমানার টাকা মিটিয়ে দিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
ಜಗತ್ತಿನ ಏಕೈಕ ಮಹಾಪ್ರಾಮಾಣಿಕ ಹೆಚ್.ಡಿ ಕುಮಾರಸ್ವಾಮಿಯವರ ಜೆ ಪಿ ನಗರದ ನಿವಾಸದ ದೀಪಾವಳಿಯ ದೀಪಾಲಂಕಾರಕ್ಕೆ ನೇರವಾಗಿ ವಿದ್ಯುತ್ ಕಂಬದಿಂದ ಅಕ್ರಮ ವಿದ್ಯುತ್ ಸಂಪರ್ಕ ಪಡೆದಿದ್ದಾರೆ.
ಒಬ್ಬ ಮಾಜಿ ಸಿಎಂ ಆಗಿ ವಿದ್ಯುತ್ ಕಳ್ಳತನ ಮಾಡುವ ದಾರಿದ್ರ್ಯ ಬಂದಿದ್ದು ದುರಂತ!@hd_kumaraswamy ಅವರೇ ನಮ್ಮ ಸರ್ಕಾರ ಗೃಹಜ್ಯೋತಿಯಲ್ಲಿ 200 ಯೂನಿಟ್… pic.twitter.com/7GKHeRyQuS
— Karnataka Congress (@INCKarnataka) November 14, 2023