এই মুহূর্তে




বায়ু সেনার ‌উইং কম্যান্ডারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মহিলা আধিকারিকের




নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: এ যেন অনেকটাই সর্ষের মধ্যে ভূত! বায়ু সেনার এক উইং কম্যান্ডারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন এক মহিলা আধিকারিক। নির্যাতিতা নিজেও বায়ু সেনার ফ্লাইং অফিসার পদে কর্মরত। জম্মু-কাশ্মীরের বুদগাম থানায় ওই ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারিণী এবং অভিযুক্ত-দু’জনেই বায়ু সেনার শ্রীনগর কার্যালয়ে কর্মরত। উইং কম্যান্ডারের মতো একজন শীর্ষ পর্যায়ের আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে বায়ু সেনা কর্তৃপক্ষ। যদিও সংস্থার পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে তদন্তে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগে বায়ু সেনার মহিলা আধিকারিক লিখেছেন, ‘গত দুই বছর ধরে উইং কম্যান্ডার পদমর্যাদার আধিকারিকের মানসিক নির্যাতন ও যৌন হেনস্থার শিকার হয়েছেন তিনি। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বর্ষ বিদায়ের দিনে অফিসার্স মেসে আয়োজিত পার্টিতে অভিযুক্ত উইং কম্যান্ডার তাঁর কাছে জানতে চান, তিনি নববর্ষের উপহার পেয়েছেন কিনা? জবাবে ‘না’ বলায় অভিযুক্ত তাঁকে বলেন, তাঁর উপহার তাঁর (উইং কম্যান্ডার) ঘরে রয়েছে। উপহার দেওয়ার নাম করে অভিযুক্ত নিজের বাংলোয় নিয়ে যান তাঁকে। সেখানে কাউকে না দেখতে পেয়ে খানিকটা অস্বস্তি বোধ করেন তিনি। উইং কম্যান্ডারের কাছে তাঁর পরিবারের সদস্যরা কোথায় তা জানতে চান। জবাবে অভিযুক্ত বলেন, পরিবারের সদস্যরা অন্যত্র ঘুরতে গিয়েছে।’

এর পরেই অভিযুক্ত উইং কম্যান্ডার তাঁকে জোর করে জড়িয়ে ধরে চুমু খাওয়ার পাশাপাশি জোর করে ওরাল সেক্স চালান বলে অভিযোগকারিণীর দাবি। অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন, ‘আমি কোনও ক্রমে অভিযুক্ত ধাক্কা মেরে সরিয়ে পালিয়ে আসি। এর পরে ফের এক শুক্রবার ওই উইং কম্যান্ডার তাঁকে নির্জন বাড়িতে ডেকে পাঠান। দিনের পর দিন অভিযুক্তের ব্যবহার সহ্যের বাইরে চলে যায়।’

অভিযুক্তের দ্বারা শারীরিক ও যৌন হেনস্থার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন নির্যাতিতা। কর্নেল পদমর্যাদার এক আধিকারিককে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু মাঝপথেই তদন্ত বন্ধ হয়ে যায়। ফের অভ্যন্তরীণ কমিটির কাছে বিষয়টি জানিয়ে সুবিচারের দাবি জানিয়েছিলেন নির্যাতিতা। কিন্তু শ্রীনগরে বায়ু সেনার স্থানীয় স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিকদের পক্ষপাতমূলক আচরণে ভীষণভাবে মর্মাহত হন। শেষ পর্যন্ত সুবিচার চেয়ে এদিন দুই মহিলা সহকর্মীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ফ্লাইং অফিসার।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নর্তকীকে ফ্ল্যাটে বন্দি রেখে লাগাতার ধর্ষণ, তাজমহলের শহর আগ্রার ঘটনায় শোরগোল

বাবা সিদ্দিকীর খুনের পরে ভয়ে কাঁটা ভাইজান, ফ্যানদের কাছে কী আর্জি জানাল সলমানের পরিবার?

দীপাবলি ও ছটপুজোর ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালাবে উত্তর রেল

বিহারে পুজোমণ্ডপে চড়াও হয়ে এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীর, গুলিবিদ্ধ ৪ জন

বাবা সিদ্দিকীকে খুনের দায় স্বীকার করল লরেন্স বিষ্ণোই গ্যাং

সাতসকালে ভূমিকম্প জম্মু- কাশ্মীরে , কাঁপল অসমও  

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর