32ºc, Haze
Sunday, 2nd April, 2023 4:56 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহিলাদের যৌন নির্যাতন নিয়ে তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের অতি সক্রিয়তাকে বেনজির বলে পাল্টা বিঁধলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। সেই সঙ্গে রাজধানীর নিরাপত্তার দায়িত্বে থাকা খাকি উর্দিধারীদের কাছে জানতে চেয়েছেন, ‘আদানি ইস্যুতে সংসদের ভিতরে ও বাইরে মুখ খোলার জন্যই দিল্লি পুলিশ এত সক্রিয় কিনা?’ কংগ্রেস সাংসদের চিঠি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি দিল্লি পুলিশের বিশেষ কমিশনার তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মানসপুত্র হিসেবে পরিচিত সাগরপ্রীত হুদা।
গত ৩০ জানুয়ারি শ্রীনগরে ভারত জোড়ো যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে মহিলাদের যৌন নির্যাতন নিয়ে মুখ খুলে রাহুল গান্ধি বলেছিলেন, ‘দেশের বহু মহিলা যৌন নির্যাতনের শিকার হওয়া সত্বেও ভয়ে মুখ খোলেন না এবং পুলিশের কাছে যান না। ভারত জোড়ো যাত্রায় বহু মহিলাই আমাকে তাঁদের ওই কষ্টের কথা বলেছেন।’ রাহুলের ওই মন্তব্য নিয়ে আচমকাই আসরে নেমেছে অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশ। গত শুক্রবার কে তাঁকে ওই কথা বলেছেন তা জানতে চেয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে নোটিশ পাঠিয়েছিল দিল্লি পুলিশ।
শুধু তাই নয়, আজ রবিবার রাহুলের তুঘলকের বাড়িতেও হানা দিয়েছিল দিল্লি পুলিশর বিশেষ দল। কংগ্রেস সাংসদের বাড়ি ঢুকে অসভ্যতাও করেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার সাগরপ্রীত হুদা। কংগ্রেস নেতারা প্রতিবাদ জানানোর পরে সুড়সুড় করে রাহুলের বাড়ি থেকে বেরিয়ে যান। হানা দেওয়ার কয়েক ঘন্টা বাদে দিল্লি পুলিশকে চার পাতার চিঠি পাঠিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। ওই চিঠিতে তিনি জানতে চান, শ্রীনগরে মহিলাদের যৌন নির্যাতন নিয়ে মন্তব্যের ৪৫ দিন বাদে তাঁকে কেন নোটিশ ধরানো হলো? বিজেপি নেতারা রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে কোনও মন্তব্য করার পরে তাঁদের নোটিশ পাঠানো কিংবা জেরার জন্য বাড়িতে পৌঁছনোর ঘটনা অতীতে ঘটেছে কী?