নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গণেশ চতুর্থীতে মাতোয়ারা গোটা দেশ। গণেশ বন্দনার দিনেই নতুন সংসদ ভবনে বসেছে রাজ্যসভা ও লোকসভার অধিবেধশন। প্রথমদিন দুপুরেই লোকসভায় বহুল চর্চিত মহিলা সংরক্ষণ বিল পেশ করল মোদি সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল’ নামে মহিলা সংরক্ষণ বিল পেশ করেছেন।
বিলে বলা হয়েছে, দেশের সংসদে এবং বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত হবে। বিল পাশ হলে লোকসভায় ১৮১ জন মহিলা সাংসদকে দেখা যাবে। আপাতত ১৫ বছরের মেয়াদে মহিলাদের জন্য সংরক্ষণ চালু করা হচ্ছে। তবে ওই সময়সীমা বাড়ানোর ক্ষমতা সংসদের হাতে থাকছে। অর্থাৎ সংসদ চাইলে লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণের সময় বাড়বে। বিল পেশ করতে গিয়ে কংগ্রেসকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, ‘পূর্বতন সরকারগুলি মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য কোনও উদ্যোগ নেননি।’
এদিন নতুন সংসদ ভবনে বসা প্রথম সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলা সংরক্ষণ বিল সমর্থনের জন্য প্রতিটি রাজনৈতিক দলকে অনুরোধ জানিয়েছেন। তাঁর কথায়, ‘অনেক বছর ধরে মহিলা সংরক্ষণ বিল নিয়ে চর্চা, তর্ক-বিতর্ক চলছে। ১৯৯৬ সালে অটলবিহারী বাজপেয়ীর জমানায় বিল পেশ হয়েছিল। কিন্তু বিল পাশের জন্য প্রয়োজনীয় সাংসদের সমর্থন মেলেনি। ফলে মহিলাদের সংরক্ষণের বিষয়টি চালু করা যায়নি। ভগবান এবার আমাকেই মহিলা সংরক্ষণ বিল পেশ করার জন্য বেছে নিয়েছেন। এটা আমার কাছে গর্বের বিষয়।’ মহিলা সংরক্ষণ বিল যাতে সর্বসম্মতিতে পাশ করা যায়, তার জন্য প্রতিটি রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী।