এই মুহূর্তে




কৃষি ঋণ মকুব, ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় মহারাষ্ট্রের কৃষকরা, সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালে দিল্লিতে কৃষকদের বিক্ষোভ দেখেছিল গোটা দেশ। সেই স্মৃতি ফের ফিরল বিজেপি শাসিত মহারাষ্ট্রে। নাগপুর-হায়দরাবাদ জাতীয় সড়ক (NH 44) অবরোধ করে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে আন্দোলন। তীব্র আকার ধারণ করেছে মহারাষ্ট্রে কৃষক বিক্ষোভ। কৃষি ঋণ মওকুফ, অকাল বৃষ্টিপাতের ক্ষতির জন্য তাৎক্ষণিক ক্ষতিপূরণ, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) এবং প্রতিবন্ধীদের জন্য মাসিক ৬,০০০ টাকা ভাতার দাবি নিয়ে রাস্তায় নেমেছেন।

প্রাক্তন মন্ত্রী বাচ্চু কাদুর নেতৃত্বে মহারাষ্ট্রে কৃষক বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী), কিষাণ সভা এবং রাজু শেঠির দল সমর্থিত এই আন্দোলনের ফলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। কাদু রাজ্য সরকারকে একটি আল্টিমেটাম দিয়েছেন। তিনি এই বিষয়ে নাগপুরে আলোচনার জন্য জোর দিয়েছেন এবং মুম্বইতে আলোচনার জন্য বেশ কয়েকজন মন্ত্রীর আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকবে। অকাল বৃষ্টিপাতের কারণে ব্যাপক ফসলের ক্ষতির পর মহারাষ্ট্র জুড়ে ব্যাপক কৃষি সংকটের কারণে এই আন্দোলন শুরু হয়েছে।

লাতুরে, কৃষক সুরেশ চৌহান দুই দিনের ভারী বৃষ্টিপাত এবং বন্যার জলে তার কাটা সয়াবিন নষ্ট হয়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন। তিনি দুঃখ প্রকাশ করেছেন যে আর্থিক সহায়তা বিলম্বিত হওয়ার কারণে অনেক পরিবার দীপাবলি উদযাপন করতে পারেনি। এমনকি কৃষকরা জানয়েছেন পিঁয়াজের দামও পড়ে গিয়েছে। চাস করতে যে খরচা হয়েছে সেই টাকা ওঠেনি। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, সরকার “ইতিবাচক” অবস্থানে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩২,০০০ কোটি টাকার ত্রাণ প্যাকেজ হস্তান্তরের কাজ শুরু করেছে। তিনি বিক্ষোভকারীদের জনজীবন ব্যাহত না করার এবং সরকারের সঙ্গে আলোচনার আমন্ত্রণ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।  জোর দিয়ে বলেন যে সমস্যা সমাধানের জন্য আলোচনা এবং সহযোগিতা প্রয়োজন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্দোষ ৪ জন! দিল্লি বিস্ফোরণ মামলায় ধৃত তিন চিকিৎসক ও দিনাজপুরের নিশারকে মুক্তি দিল NIA

লালুর পরিবার ভেঙে চুরমার, রোহিনীর পর পটনার বাড়ি ছাড়লেন আরজেডি সুপ্রিমোর ৩ কন্যা

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

বিলাসবহুল হোটেলের ম্যানেজারকে নগ্ন করে ধাতব পাইপ দিয়ে মারধর, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার মালিক

‘SIR-এর অতিরিক্ত কাজের চাপ’, এবার বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল কেরলে

জন্মদিন খেয়ে গাড়ি করে বাড়ি ফিরছিলেন ৫ বন্ধু, কিন্তু মাঝপথেই ভয়াবহ দুর্ঘটনা, সব শেষ…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ