নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: জল্পনাই সত্যি হলো। শুক্রবার কংগ্রেসে যোগ দিলেন তেলুগু সিনেমার ‘লেডি অমিতাভ’ হিসেবে পরিচিত অভিনেত্রী বিজয়াশান্তি। হায়দরাবাদে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাত ধরে হাত শিবিরে সামিল হন বর্ষীয়ান অভিনেত্রী। প্রায় তিন বছর বাদে পুরনো দলে ফিরতে পেরে তিনি যে যথেষ্টই খুশি তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তেলুগু সিনেমার ‘লেডি অমিতাভ’। সেই সঙ্গে রাজ্যে কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচারে ঝাঁপানোর কথাও জানিয়েছেন।
দক্ষিণের রূপালী পর্দার অন্যতম অভিনেত্রী বিজয়াশান্তির রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল বিজেপির হাত ধরেই। ১৯৯৮ সালে পদ্ম শিবিরে নাম লেখানোর পরে দলের মহিলা সংগঠনের সম্পাদকের পদে আসীন হয়েছিলেন। পরে বিজেপি ছেড়ে নিজেই নতুন রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু খুব একটা সুবিধা করতে না পেরে তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিতে (বর্তমানে ভারত রাষ্ট্র সমিতি) নাম লেখান। ২০০৯ সালে মেডাক লোকসভা আসন থেকে সাংসদও হন। ২০১৪ সালে টিআরএস ছেড়ে যোগ দেন কংগ্রেসে। প্রায় ছয় বছর কংগ্রেসে কাটানোর পরে ২০২০ সালের ডিসেম্বরে যোগ দেন বিজেপিতে।
কিন্তু গত কয়েক মাস ধরেই পদ্ম শিবিরের সঙ্গে দুরত্ব তৈরি হয়েছিল তেলুগু সিনেমার ‘লেডি অমিতাভ’ হিসেবে খ্যাত বিজয়াশান্তির। গত বুধবারই তেলেঙ্গানার রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। তার পরেই জল্পনা শুরু হয়েছিল, ফের কংগ্রেসে যোগ দিতে পারেন দক্ষিণী তারকা অভিনেত্রী-রাজনেত্রী। সেই জল্পনাই সত্যি হল। এদিন হায়দরাবাদে এক অনুষ্ঠানে বিজয়াশান্তিকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।