নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাত পোহালেই আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মহারণ। বিশ্ব সেরার খেতাব জিততে মাঠে নামছেন রোহিত শর্মা ও প্যাট কামিংসরা। উত্তেজনাকর ম্যাচ বাড়িতে বসে টিভির পর্দায় দেখতে-দেখতে অনেকেই রঙিন পানীয়র গ্লাসে চুমুক দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু তাদের জন্য দুঃসংবাদ শুনিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি সরকার। আগামিকাল রবিবার রাজধানীতে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ মদের দোকান এবং মদ বিক্রি বন্ধ থাকবে। আর ওই ঘোষণাতেই অনেকের মাথায় হাত পড়েছে।
আচমকাই বিশ্বকাপ ফাইনালের দিন কেন ড্রাই ডে ঘোষণা করা হল, তা ভেবে উঠতে পারছেন না সুরাপ্রেমীরা। তবে দিল্লি সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, রবিবার ছট পুজো রয়েছে। ওই ছট পুজোর কারণেই ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। অশান্তি এবং অনভিপ্রেত ঘটনা এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোটা রাজধানীতে ৬৩৭টি মদের দোকান রয়েছে। রবিবার ড্রাই ডে ঘোষণার সঙ্গে সঙ্গেই শনিবার বিকেল থেকে ওই দোকানের সামনে ভিড় উপচে পড়েছে। অনেকেই বিশ্বকাপ ফাইনালের ধুন্ধুমার লড়াই উপভোগ করার জন্য আগেভাগে রসদ জোগাড় করে রাখছেন। দিল্লি আবগারি দফতরের কমিশনার কৃষ্ণমোহন উপ্পু জানিয়েছেন, চলতি বছরে এখনও পর্যন্ত রাজধানীতে চার দিন ড্রাই ডে পালিত হয়েছে। হোলি, মহাত্মা গান্ধির জন্মদিন, দশেরা ও দিওয়ালিতে বন্ধ ছিল মদের দোকান।