নিজস্ব প্রতিনিধি, লখনউ: উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা কোন তলানিতে গিয়ে ঠেকেছে, ফের তার প্রমাণ মিলল। ডাকাতি করতে এসে বাড়ির গৃহকর্ত্রীকে গণধর্ষণের পরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে শরীরের একাধিক জায়গা পুড়িয়ে দিয়েছে ডাকাতরা। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বিজনৌরে। ঘটনার পরে ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের টিষকি ছুঁতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার বিজনৌর জেলা পুলিশের সুপার (গ্রামীণ) রাম আর্য জানিয়েছেন, গত মঙ্গলবার ভর সন্ধেয় বিজোরের নাগিনা দেহাতে এক রং ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশে চড়াও হয় পাঁচ অপরাধী। নিজের মা ও সন্তানদের নিয়ে সন্ধের সময়ে ওষুধ কিনতে গিয়েছিলেন ওই ব্যবসায়ী। সেই সময়ে বাড়িতে একাই ছিলেন তাঁর স্ত্রী। ডাকাত দল প্রথমে হানা দিয়ে ভদ্রমহিলাকে পিছমোড়া করে বেঁধে ফেলে। তার পরে একের পর এক ডাকাত ধর্ষণ করে। ধর্ষণের পরে জ্বলন্ত সিগারেটের আগুন দিয়ে ধর্ষিতা মহিলার শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দেয়। আলমারি ভেঙে দেড় লক্ষ টাকা এবং সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয়। এমনকি বাড়ির বারান্দায় রাখা স্কুটারটিও নিয়ে যায়। বাড়ি ফিরে দরজা ভাঙা দেখতে পেয়ে চমকে যান ওই ব্যবসায়ী। একটি ঘরে স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান।’
নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে তিনটে বিশেষ দল গঠন করা হয়েছে।’ ঘটনার পিছনে কোনও ব্যাক্তিগত শত্রুতা রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিজনৌরের পুলিশ সুপার।