নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউড অভিনয়েই আটকে নেই। দেশের বিভিন্ন সরকারি ইভেন্টেও ডাক পড়ছে তাঁদের। যেখানে নাচ-গানে একেবারে মাতিয়ে তোলেন শিল্পীরা। যেমন আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে নাচে ও গানে মাতিয়ে ছিলেন অরিজিৎ সিং, কিয়ারা আডভানি ও কৃতি শ্যাননরা। শোনা যাচ্ছে, ICC পুরুষ ক্রিকেট বিশ্বকাপেও একই দৃশ্য দেখা যাবে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।
তবে ম্যাচ শুরুর আগেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। শোনা যাচ্ছে, ৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে ভক্তদের জন্য একাধিক চমক। পারফর্ম করবেন একাধিক সেলিব্রিটি। সঙ্গীত পরিবেশনে থাকবেন বলিউডের নামজাদা সব সঙ্গীত শিল্পীরা। যথা, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবান, কিংবদন্তি আশা ভোঁসলে। এছাড়াও নাচে থাকতে পারেন, বরুণ ধাওয়ান, রণবীর সিং এবং তামান্না ভাটিয়া। তবে সবটাই গুঞ্জন। এখনও কোনও কিছুর নিশ্চিতকরণ পাওয়া যায়নি। যাই বলুন না কেন, ম্যাচ শুরু হওয়ার আগে এমন একটা সারপ্রাইজ ক্রিকেটপ্রেমী বা ভক্তদের জন্যে কিন্তু দারুণ গৌরবের মূহুর্ত হতে চলেছে। খোদ আশা ভোঁসলেকে এই অনুষ্ঠানে পাওয়া প্রতিটি ভারতবাসীদের জন্যে গর্বের মুহূর্ত। এছাড়া চমকের এখানেই শেষ নেই, অনুষ্ঠানে শঙ্কর মহাদেবন পারফর্ম করবেন।
এছাড়াও প্রতিযোগী দেশগুলির মধ্যে ১০ টি দলের অধিনায়করা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্বকাপের প্রথম ম্যাচটি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে ৫ অক্টোবর একই স্টেডিয়ামে হবে। ICC বিশ্বকাপ ক্রিকেটের অভ্যন্তরীণ সূত্র প্রকাশ করেছে যে, অনুষ্ঠানের অন্যান্য হাইলাইটগুলির মধ্যে থাকবে গুজরাতি সংস্কৃতির একটি প্রদর্শনী। গ্র্যান্ড উদ্বোধনের আগে, ১০ টি দলের অধিনায়কদের ৩ অক্টোবর আহমেদাবাদে পৌঁছানোর কথা রয়েছে।তবে ম্যাচ ৫ অক্টোবর থেকে শুরু হলেও, উদ্বোধনী অনুষ্ঠান হবে ৪ অক্টোবর, যাতে ম্যাচের দিনে বেশি সময় নষ্ট না হয় এবং জমকালো উদ্বোধনী উণসবেও প্রতিটি দল নিজস্ব সময় নিতে পারে।