এই মুহূর্তে




লরেন্স বিষ্ণোইয়ের প্রশংসায় পঞ্চমুখ, তবে কি শত্রু সলমানের বিনাশ চাইছেন বিবেক অবেরয়ও?




নিজস্ব প্রতিনিধি: কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে। যাতে রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন সুপারস্টার সলমান খানও। গত ১২ অক্টোবর রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করেছে লরেন্স বিষ্ণোইয়ের দলবল। আর তাঁকে মেরে ফেলার দায়ও স্বীকার করে নিয়েছেন লরেন্স বিষ্ণোই। জেলে বসেই একের পর এক সলমান ঘনিষ্ঠদের মারার ফন্দি আঁটছেন লরেন্স বিষ্ণোই। ১৯৯৮ সালে কালো হরিণ শিকার করেছিলেন সলমন। আর কালোসার বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ভগবান তুল্য। তাই অভিনেতা যতদিন না পর্যন্ত বিষ্ণোই এবং তাঁর সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইবেন, ততদিন সলমন এমন আতঙ্কিত হয়েই থাকবে। ইতিমধ্যেই সলমানকে মৃত্যুর হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই। তাঁকে হত্যার কৌশলও করেছিল, কিন্তু অভিনেতার প্রতিবারই বেঁচে গিয়েছেন। মুম্বই পুলিশ অভিনেতার নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু তবুও আতঙ্কিত রয়েছেন অভিনেতা, বিশেষ করে বাবা সিদ্দিকীর মৃত্যুর পর ভয়ে শিঠিয়ে রয়েছেন সলমান খান। সলমনের ঘনিষ্ঠদের মধ্যে একজন ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এবং এনসিপি নেতা বাবা সিদ্দিকী।

তাঁকে গত সপ্তাহে মুম্বইতে তিনজন হামলাকারী গুলি করে হত্যা করে। তাই বেছে বেছে সলমান ঘনিষ্ঠদের মেরে ফেলার হুমকি দিচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের দলবল। এমন পরিস্থিতিতে এবার ভাইরাল হল বলিউড অভিনেতা বিবেক অবেরয়ের একটি ভিডিও। যেখানে অভিনেতাকে লরেন্স বিষ্ণোইয়ের প্রশংসা করতে দেখা গিয়েছে, ভিডিওটি পুরোনো হলেও নতুন করে ভাইরাল হচ্ছে। যাতে কিনা রীতিমতো হতবাক ভক্তরা। যেখানে লরেন্স বিষ্ণোইয়ের উপর গোটা দেশবাসী ক্ষুব্ধ, সেখানে লরেন্স বিষ্ণোইয়ের প্রশংসা করছেন অভিনেতা? যদিও সলমানের সঙ্গে বহুদিনের পুরোনো শত্রুতা রয়েছে বিবেকের। কেননা সলমানকে ছাড়ার পর দীর্ঘদিন বিবেকের সঙ্গে প্রেম করছিলেন ঐশ্বর্য।যার ফলে সলমান একাধিকবার বিবেককে হুমকিও দিয়েছিল। এতেই দুয়ে দুয়ে চার করলেন ভক্তরা। আসল বিষয়টা কি, চলুন খোলাসা করা যাক! বিবেক অবেরয়ের ভিডিওটি গত বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ের একটি অনুষ্ঠানের।

 

ভাইরাল ভিডিওটিতে, বিবেককে হিন্দিতে বলতে শোনা যায়, “গুগলে বিষ্ণোই সম্প্রদায়ের সন্ধান করার চেষ্টা করুন৷ সারা বিশ্বে এমন দৃশ্য আপনি খুঁজে পাবেন না। আমার সহ প্রতিটি বাড়িতে, আমরা বাচ্চাদের গরুর দুধ খাওয়াই। সারা বিশ্বে একটি মাত্র সম্প্রদায় আছে – বিষ্ণোই সম্প্রদায় – যেখানে একটি শস্যের মা মারা গেলে, বিষ্ণোই মায়েরা তাদের কোলে নিয়ে তাদের বাচ্চাদের দুধ খাওয়ায়। আপনি বিশ্বের আর কোথাও এটি খুঁজে পাবেন না।” এর পরেই ধন্দে পড়েছেন নেটিনাগরিকরা। কেউ কেউ বলেছেন, “দুশমন কা দুশমন লরেন্স কা দোস্ত (তার শত্রুর শত্রু লরেন্সের বন্ধু)।” আরেকজন লিখেছেন, “তিনি তার প্রতিশোধ নিচ্ছেন,” আরেকজন লিখেছেন। সালমান খানের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সংযোগ নয় বিবেকের। ২০০৩ সালে একটি সংবাদ সম্মেলনে বিবেক বলেছিলেন, ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সম্পর্কের কারণে সলমান তাঁকে হুমকি দিচ্ছেন। আর বলিউডে টিকে থাকার জন্যে অনেক লবির প্রয়োজন। সলমান তা কেড়ে নিয়েছিল। কাজের ফ্রন্টে, বিবেককে এই বছরের শুরুতে প্রাইম ভিডিও ইন্ডিয়াতে রোহিত শেট্টির কপ পদ্ধতিগত শো ইন্ডিয়ান পুলিশ ফোর্সে দেখা গিয়েছিল। এদিকে সালমান রিয়েলিটি শো বিগ বস 18 এবং তার পরবর্তী ছবি সিকান্দার-এর শুটিংয়ে ব্যস্ত।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাসপাতালের বিছানায় শুয়ে লহমা, কী হয়েছে জিতের নায়িকার?

টিআরপি-তে মুখ পুড়ল ‘গীতা এল এল বি’-র, শীর্ষস্থান কার দখলে?

‘আমি সম্পূর্ণ সিঙ্গেল’, তবে সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে কী বলছেন রোহমন?

‘Singh is king 2’-এর নায়ক হবেন রণবীর, কিন্তু অক্ষয়ের সম্মতি ছাড়া তৈরি করা যাবে না ছবি

ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার সংগীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী

‘সুকেশের থেকে প্রাপ্ত উপহারের অবৈধ উৎস সম্পর্কে অবগত ছিলাম না’, দাবি জ্যাকলিনের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর