-273ºc,
Saturday, 3rd June, 2023 4:37 am
নিজস্ব প্রতিনিধিঃ শারীরিক অসুস্থতার জন্য সোমবার রাতে ফের হাসপাতালে ভর্তি হতে হল ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে। জানা যাচ্ছে ২০১৮ সালে তাঁর ওপর যে প্রাণঘাতী হামলা হয় এবং তার জেরে তিনি পেটে যে চোট পান সেই ক্ষতস্থানেই সোমবার সন্ধ্যা থেকে পুনরায় ব্যাথা অনুভব করছেন তিনি। রাতে সেই ব্যাথা বাড়ার সঙ্গে সঙ্গেই তাঁকে দ্রুত মিলিটারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে এই মুহূর্তে বলসোনারোর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে আগেই এক আততায়ী জনসভা চলাকালীন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোর পেটে ছুরি দিয়ে আঘাত করেন। এই আঘাত এতটাই গুরুতর ছিল যে ব্রাজিলের প্রেসিডেন্টের শরীরের ৪০ শতাংশ রক্তক্ষয় হয়েছিল এই আঘাতের জেরে। এরপর সেই আঘাত সামলে উঠলেও পেটের ওই ক্ষতস্থানে মাঝেমধ্যেই ব্যাথা অনুভব করেন তিনি। এই কারণে গত বছর অর্থাৎ ২০২১ সালেও তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
সোমবার সন্ধ্যায় জেইর বলসোনারোর দোল দ্য রিপাবলিকানের একটি অনুষ্ঠান ছিল। সেখানেও অনুপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তাঁর জায়গায় এই অনুষ্ঠানে অংশ নেন তাঁর স্ত্রী তথা ব্রাজিলের ফাস্ট লেডি। সেখানে সাংবাদিকরা ফাস্ট লেডিকে তাঁর স্বামী তথা ব্রাজিল প্রেসিডেন্টের শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলে তিনি জানান যে তাঁর স্বামী সুস্থ আছেন। কিন্তু তার কিছুক্ষণ পরেই সোমবার রাতে জেইর বলসোনারোকে হাসপাতালে ভর্তি করা হয়।