এই মুহূর্তে




বিক্ষোভে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলস, বিক্ষোভকারীদের বাগে আনতে নামানো হল মেরিন সেনা




আন্তর্জাতিক ডেস্ক : বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। বিক্ষোভকারীদের বাগে আনতে নামানো হল মেরিন সেনা। বিক্ষোভ নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে প্রায় ৭০০ মেরিন সেনা। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ এবং উত্তেজনার পর অন্যান্য বাহিনীর সাহাষ্য নিয়েই মেরিন বাহিনীকে নামানো হয়েছে বলে জানা গিয়েছে।

এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় ফেডারেল কর্মী ও সরকারি সম্পত্তির নিরাপত্তা বজায় রাখতেই মেরিন সেনাদের নামানো হয়েছে। রাস্তা. নেমে বিক্ষোভ ঠেকানোর সঙ্গে এরা সরকারি সম্পত্তি রক্ষা করবে। বিক্ষোভকারীদের ওপর নজরদারি জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ২১০০ ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা মোতায়েন করা হয়েছিল। লস অ্যাঞ্জেলেসে বর্তমানে বিক্ষোভ থামাতে জনসমাগম নিয়ন্ত্রণ করতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ট্রাম্পকে স্বৈরাচারি আখ্যা দিয়ে তিনি বলেছেন, মেরিন সেনারা বীর। কিন্তু একজন স্বৈরতান্ত্রিক প্রেসিডেন্টের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এই মেরিন সেনাদের জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে।

এর আগে ন্যাশনাল গার্ড মোতায়েন করার পর বিতর্ক তৈরি হয়েছিল। ট্রাম্প জানিয়েছিলেন, ন্যাশনাল গার্ড মোতায়েন না করলে শহর ধ্বংস করা হত। সান ফ্রান্সিসকো পুলিশের ভারপ্রাপ্ত প্রধান পল ইয়েপ জানিয়েছেন, রবিবার একটি শান্তিপূর্ণ প্রতিবাদ একসময় গিয়ে অশান্তির আকার নেয়। বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় চাচে পুলিশও আহত হন। বিক্ষোভ চলাকালীন ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। তারপরে আরও বেশ কয়েকজনকে গ্রেপতার করা হয়েছে। যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁরা প্রায় সকলেই অপ্রাপ্তবয়স্ক। লস অ্যাঞ্জেলেসে যে বিক্ষোভ ছড়িয়েছে, তাতে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর ট্রাম্প প্রশাসন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘চরম পরিণতির জন্য তৈরি থাকুন’, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

মোসাদের আরও এক ‘গুপ্তচরকে’ ফাঁসিতে ঝোলাল ইরান

ইরানের ছয় বিমানবন্দরে অতর্কিত হামলা, বহু যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ইজরায়েল

শাস্তি দেওয়ার কাজ চলবে, ইজরায়েলকে হুঁশিয়ারি খামেনির

সিরিয়ার রাজধানী দামাস্কাসে গির্জায় আত্মঘাতী বোমা হামলায় মৃত অন্তত ১৫

সর্বনাশের খবর, হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানের সংসদ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ