এই মুহূর্তে




ভেনেজুয়ালা আক্রমণের প্রস্তুতি, যুদ্ধকালীন ত‍ৎপরতায় পরিত্যক্ত নৌঘাঁটি সংস্কারের কাজ শুরু ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়ালা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। ঠিক এই কারণেই যুদ্ধকালীন ত‍ৎপরতায় শুরু হয়েছে পরিত্যক্ত নৌঘাঁটি সংস্কারের কাজ।  মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবিয়ান সাগরে অবস্থিত পুয়ের্তো রিকোতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি সামরিক ঘাঁটি সংস্কার করছে বলেই জানা গিয়েছে। স্যাটেলাইট ছবিতে এই তথ্য ধরা পড়েছে। এই কাজ ভেনিজুয়েলায় সম্ভাব্য পদক্ষেপগুলিকে সমর্থন করতে পারে এমন অভিযানের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।

স্যাটেলাইট থেকে তোলা ছবি অনুসারে, পুয়ের্তো রিকোর প্রাক্তন রুজভেল্ট রোডস নেভাল স্টেশনে নির্মাণ কাজ, যা ২০ বছরেরও বেশি সময় আগে নৌবাহিনী দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছিল, ১৭ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হয়ছে। ক্রুরা রানওয়েতে যাওয়ার জন্য ট্যাক্সিওয়ে পরিষ্কার এবং সংস্কার শুরু করেছে। তাছারাও  আমেরিকা  পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট ক্রোয়েস দ্বীপে বেসামরিক বিমানবন্দর পরিঠামোও সম্প্রসারণ করছে। এই প্রসঙ্গে উল্লেখ্য যে, এই অঞ্চলগুলো ভেনিজুয়েলা থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থিত।  ২০০৪ সালে নৌবাহিনী এই সুবিধা থেকে সরে আসার আগে, রুজভেল্ট রোডস বিশ্বের বৃহত্তম মার্কিন নৌ ঘাঁটিগুলির মধ্যে একটি ছিল। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ঘাঁটিটি একটি কৌশলগত অবস্থান দখল করে এবং সরঞ্জাম রাখার জন্য পর্যাপ্ত জায়গা দেয়। 

রুজভেল্ট রোডসে অবতরণ এবং টেকঅফ ক্ষমতা উন্নত করার পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকো এবং মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট ক্রোয়েক্সের বেসামরিক বিমানবন্দরগুলিতে নানা সুবিধা তৈরি করছে। এই দুটি মার্কিন অঞ্চল ভেনেজুয়েলা থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থিত।  সূত্রের খবর, ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। যে কোনো মুহূর্তে হামলা হতে পারে বলেও জানা যাচ্ছে। ১৯৯৪ সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র হাইতিতে অপারেশন আপহোল্ড ডেমোক্রেসির জন্য দুটি বিমানবাহী রণতরী এবং ২০,০০০ এরও বেশি  সেনা পাঠিয়েছিল তখন থেকেই এটি এই অঞ্চলে সামরিক বাহিনী গড়ে তোলা সবচেয়ে বড় দুর্যোগ-বহির্ভূত ত্রাণ কার্যক্রম। এমনকি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলার নিকোলাস মাদুরোর দিন ফুরিয়ে আসছে।  সেই মন্তব্যের পর যুদ্ধকালীন ত‍ৎপরতায়  পরিত্যক্ত নৌঘাঁটি সংস্কারের কাজ শুরু হওয়াতে আক্রমণের বিষয় আরও জোড়াল হচ্ছে। 
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জর্জিয়ায় ভেঙে পড়েছিল তুরস্ক সেনার কার্গো বিমান, নিহত ২০ জওয়ান

উঠেছে বড় অভিযোগ, গ্রেফতার দক্ষিণ কোরিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান

বোরখা না পরলে মিলবে না চিকিৎসা, নতুন নিদান আফগানিস্তানে

ইসলামাবাদে বিস্ফোরণের পরেই আফগানিস্তানে ফের হামলার হুঙ্কার পাক প্রতিরক্ষামন্ত্রীর

ইসলামাবাদের আদালত চত্বরে বোমা হামলার দায় স্বীকার পাকিস্তানি তালিবানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ