এই মুহূর্তে




প্লাস্টিকের পাত্রে রান্নাঘর ভরা, আর্থিক অবস্থা শোধরাচ্ছে না এই জন্যই

নিজস্ব প্রতিনিধি: বাস্তুশাস্ত্রে ঘরে জিনিসপত্র রাখার সঠিক দিকের কথা বলা হয়েছে। কোন জিনিস কোথায় রাখা উচিত, কিভাবে রাখা উচিত সেই বিষয়ে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। এই সকল জিনিস আমাদের ভাগ্যর সঙ্গেও জড়িত। এই সমস্ত জিনিসপত্রের সঙ্গে যুক্ত জিনিস সঠিক জায়গায় না রাখলে অনেক সময় তার প্রভাব আর্থিক অবস্থার উপর পড়ে।

বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরের কিছু জিনিস ইতিবাচক প্রভাব ফেলে। রান্নাঘর হল আমাদের বাড়ির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখানে দেবী লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণার সহাবস্থান। তাঁদের আশীর্বাদ রয়েছে বলেই আমরা খাদ্য পাই। তাই রান্নাঘরের রক্ষণাবেক্ষণ এবং সেখানে রাখা জিনিসপত্র নিয়ে বাস্তুশাস্ত্রে অনেক নিয়মের কথা বলা হয়েছে। সেই সমস্ত নিয়ম অবশ্যই অনুসরণ করা উচিত । এগুলো অনুসরণ না করলে অনেক সময় দারিদ্র, আর্থিক অবস্থার অবনতি, ঝগড়া-বিবাদ দেখা দিতে পারে। তাই আমাদের রান্নাঘরে কী কী রাখা উচিত তা জেনে নেওয়া যাক।

রান্নাঘরে এই জিনিসগুলি রাখবেন না

রান্নাঘরে ভাঙা পাত্র রাখবেন না। যদি কোনও ব্যক্তি খাওয়া বা পান করার জন্য কোনও ভাঙা বাসন ব্যবহার করেন তাহলে তা কিন্তু দুর্ভাগ্যের কারণ হয়।

রান্নাঘরে কখনওই ঝাড়ু রাখবেন না। রান্নাঘরে সঠিক জায়গায় ঝাড়ু রাখুন, ভুল জায়গায় রাখলে আর্থিক অবস্থার অবনতি হয়। মানুষের হয়ে যাওয়া কাজও নষ্ট হয়ে যায়। 

রান্নাঘরে প্লাস্টিকের পাত্র রাখা উচিত নয়। প্লাস্টিকের পাত্র নেতিবাচক শক্তির উৎস। পরিবর্তে স্টেনলেস স্টিল কাঠ বা অন্য কোনও ধরনের পাত্র ব্যবহার করতে পারেন।

বাস্তুশাস্ত্র অনুসারে রান্না ঘরের ভিতরে কখনওই ঠাকুর ঘর স্থাপন করবেন না। আসলে রান্নাঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, খালি বাসন থাকে। এই সকল বিষয় থাকা সত্ত্বেও যদি রান্নাঘরে ঈশ্বরের মূর্তি রাখেন তাহলে ঈশ্বরকে অপমান করা হয়।

রান্নাঘরে আয়না রাখলে সেই জায়গার বাস্তু নষ্ট হতে পারে। তাই প্রথমেই বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞদের পরামর্শ নিন। জেনে নিন কোথায় আয়না রাখবেন।

বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে ওষুধও রাখা উচিত নয়। এর কারণ হল, ওষুধ নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। এর ফলে ঘরে নেতিবাচকতার সৃষ্টি হয়। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুখে মেচেতার দাগ নিয়ে চিন্তায় জেরবার, রইল ঘরোয়া উপায়ে সমস্যার সমাধান

 খালিপেটে এক কোয়া রসুন খেয়েই করুন উচ্চ রক্তচাপ-কোলেস্টেরলের মতো একাধিক সমস্যার সমাধান

শীতকালের সব্জির মধ্যে গুরুত্বপূর্ণ বাঁধাকপি, এটি শরীরের জন্য কতটা ভালো?

বাড়িতে ঘন ঘন সমস্যা? হতে পারে আপনার জমিতে বাস্তু দোষ রয়েছে, জেনে নিন প্রতিকার

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

বাজারে নকলের রমরমা, রইল শীতের খাঁটি নলেন গুড় চেনার ৫ উপায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ