-273ºc,
Tuesday, 30th May, 2023 1:44 pm
আন্তর্জাতিক ডেস্ক: হাসপাতালে গিয়েছিলেন সুস্থ হতে। চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তোলেন। বিল দেখে ফের অসুস্থ হয়ে আবার সেই হাসপাতালে ভর্তি হতে হল। এতটাই ভয় পেয়েছিলেন দ্বিতীয়দফায় বাড়ি ফেরার আগে তিনি ওই হাসপাতালের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলা জিতেও যান। আদালত থেকে ধার্য করা চিকিৎসার খরচ হাসপাতালকে দিয়েছেন।
এমনই এক ঘটনার সাক্ষী কলোরাডো।
হাসপাতাল সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছেন, অপারেশনের জন্য কলোরাডোর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক মহিলা। ভর্তি হওয়ার সময় তাকে বলা হয়েছিল অপারেশন-সহ থাকা-খাওয়া মিলিয়ে খরচ পড়বে এক লক্ষ টাকা (১৩শো মার্কিন ডলার)। মহিলা রাজিও হয়ে যান। যথাসময়ে অপারেশন হয়। সুস্থ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ মহিলাকে বিল ধরান। বিলে লেখা হল, অপারেশন-সহ থাকা-খাওয়া সব মিলিয়ে খরচ হয়ে দু কোটি ৩৫ লক্ষ টাকা (৩,০৩, ৭০৯ ডলার)।
বিল দেখে মহিলা অসুস্থ হয়ে আবার সেই হাসপাতালে ভর্তি হন। দ্বিতীয়দফায় তাকে যাতে ওই লম্বা বিল হাসপাতাল না ধরায় তার জন্য আদালতে মামলা করেন। আদালত থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে ওই মহিলার চিকিৎসা-সহ অন্যান্য খরচ সংক্রান্ত কাগজপত্র দেখাতে বলা হয়। দেখা গিয়েছে, বিলে এমন কিছু খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে সে সব খরচের কথা আগে ওই মহিলাকে জানানো হয়নি। আদালত সাফ জানিয়ে দিয়েছে, বিল থেকে ওই সব চার্জ বাদ দিতে হবে। আদালতের নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষ বিল থেকে বাজে খরচ বাদ দেয়।
আরও পড়ুন বোঝো ঠ্যালা! কুতুব মিনার তৈরি করেছেন নাকি রাজা বিক্রমাদিত্য