এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সুপারি কিলারকে স্ত্রীর প্রেমিক সাজিয়ে স্ত্রীকে খুন

নিজস্ব প্রতিনিধি,ঢোলাহাট: এ যেন কোন হিন্দি থ্রিলার ছবি।সুপারি কিলার দিয়ে নিজের স্ত্রীকে খুন করানোর অভিযোগ। পরিকল্পনা মতো গোড়ায় প্রথম স্ত্রীর সঙ্গে সুপারি কিলার প্রেমের সম্পর্ক তৈরি করে। খুন করার জন্য পেয়েছিল ৫০ হাজার টাকা। প্রথম স্ত্রীকে খুনের পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নির্বিঘ্নে সংসার করতে চেয়েছিলেন নাসিরউদ্দিন শাহ। কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে বেঙ্গালুরুর একটি হোটেল থেকে নাসিরউদ্দিনকে গ্রেপ্তার করে ঢোলাহাট থানার(Dolahat P.S.) পুলিশ।

ট্রানজিট রিমান্ডে ধৃতকে শনিবার রাতে ঢোলাহাটে নিয়ে আসা হয়। ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এর আগে ঢোলাহাটের লক্ষ্মীনারায়ণপুর থেকে সুপারি কিলার আতিয়ার শেখকে ধরেছিল পুলিশ। আতিয়ারকে জেরা করেই উঠে আসে নাসিরউদ্দিনের নাম।১০ বছর আগে সাগরের খানসামাবাদের বাসিন্দা সাহেবা বিবির সঙ্গে নামখানা ব্লকের বালিয়াড়া গ্রামের নাসিরউদ্দিন শাহের বিয়ে হয়। পরে তাঁরা নামখানার পাতিবুনিয়াতে থাকতে শুরু করেন। দম্পতির এক মেয়ে ও এক ছেলে রয়েছে। নাসিরউদ্দিন কর্মসূত্রে ভিন রাজ্যে চলে যান। পরে দ্বিতীয় বিয়ে করে নাসিরউদ্দিন(Nashiruddin)। এরপরথেকেই প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিবাদের সূত্রপাত। ঢোলাহাট থানার পুলিশ তদন্তে জানতে পারে যে সাহেবাকে মেরে ফেলার ছক কষতে শুরু করেন নাসিরউদ্দিন। যোগাযোগ করেন নিকট আত্মীয় আতিয়ার শেখের সঙ্গে।

আতিয়ারকে প্রথম স্ত্রীয়ের খুনের বরাত দেন নাসিরুদ্দিন। টাকার লোভে রাজি হয়ে যান আতিয়ারও।এরপর নাসিরউদ্দিনের পরিকল্পনা মতো আতিয়ার ধীরে ধীরে সাহেবা বিবির সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন।তারপর প্রেমের সম্পর্ক তৈরি করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকবার সাহেবাকে নিয়ে হোটেলেও গিয়েছিলেন আতিয়ার। ও দিকে, ফেব্রুয়ারি থেকে স্ত্রীকে খুনের জন্য ভিন্ন রাজ্য থেকে দফায় দফায় আতিয়ারকে ৫০ হাজার টাকা পাঠান নাসিরউদ্দিন। কিন্তু আতিয়ার খুন করছিলেন না। তা নিয়ে অধৈর্য হয়ে ওঠেন নাসিরউদ্দিন। টাকা নিয়েও কাজ না করায় আতিয়ারকে চাপ দিতে থাকেন তিনি। অবশেষ ১১ এপ্রিল সাহেবাকে খুন করেন আতিয়ার। খুনের দিন সকালে পাতিবুনিয়ার বাড়ি থেকে পাঁচ বছরের ছেলে সেলিমকে নিয়ে বেরিয়ে ছিলেন সাহেবা। সাগরে বাপের বাড়ি ঘুরে ছেলেকে নিয়ে বিকেলে চলে আসেন মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুরে। সেখানে প্রেমিক আতিয়ারের সঙ্গে দেখা করেন সাহেবা। তাঁরা একটি স্থানীয় হোটেলে খাওয়া দাওয়া করেন।ওইদিন রাতে লক্ষ্মীকান্তপুর(Lakhinkantapur) থেকে বাস ধরে ঢোলাহাটের শিমুলবেড়িয়ায় আসেন তিন জনে। অভিযোগ, সেখানে পাওয়ার হাউসের(Power House) পিছনের দিকে খালের কাছে সাহেবাকে টেনে নিয়ে যায় আতিয়ার।

তারপর গলায় কাপড়ের ফাঁস দিয়ে খালের জলকাদায় সাহেবার মুখ চেপে ধরেন আতিয়ার।অল্পক্ষণের মধ্যে শ্বাস রোধ হয়ে মৃত্যু হয় সাহেবার। ঘটনাস্থলে ছোটো ছেলে এই ঘটনা দেখে ফেলে ।মাকে মেরে ফেলছে দেখে সাহেবার ছোট্ট ছেলেটি পালিয়ে যায়। স্থানীয় কয়েকজন যুবক শিমুলবেড়িয়া পাওয়ার হাউসের কাছে রাস্তার ধারে একটি বাচ্চাকে কাঁদতে দেখে পুলিশে খবর দেন। পরে ঢোলাহাট থানার পুলিশ এসে বাচ্চাটিকে নিয়ে যায়। সাহেবার বাচ্চার থেকেই খুনের কথা জানতে পারে পুলিশ। রাতেই খাল থেকে সাহেবার দেহ উদ্ধার হয়। আতিয়ারের নাম বাচ্চাটির থেকে জানতে পারে পুলিশ।এই ঘটনার পর থেকে ঢোলাহাট থানার পুলিশ অভিজ্ঞ পাঁচ অফিসারকে নিয়ে এক সিট গঠন করে। এই খুনের ঘটনায় প্রথমেই আতিয়ার শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ধৃতকে জেরা পুলিশ জানতে পরে সাহেবার স্বামী নাসিরউদ্দিনের নাম। এ দিন মন্দিরবাজারের ডিএসপি(DSP) বিশ্বজিৎ নস্কর বলেন, ‘একজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। সে ছিল সুপারি কিলার। খুনের বরাত দিয়েছিল। নিহতর স্বামী। তাকেও বেঙ্গালুরুর একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জনকে পুলিশ হেফাজতে নিয়ে এ বার মুখোমুখি বসিয়ে জেরা করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মানুষ আছে দিদির পাশে’, ভোট দিয়ে বেরিয়েই জানালেন নির্মল

তাজ্জব ঘটনা! দিব্যি বেঁচে, তবে ভোট কেন্দ্রে হাজির হয়ে শুনলেন তিনি মৃত

কোচবিহারের একাধিক জায়গায় বিজেপি-তৃণমূলের সংঘর্ষ, আধা সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন

সরাসরি : বাংলার ৩ কেন্দ্র নিয়ে ৩৮৩টি অভিযোগ জমা নির্বাচন কমিশনে

প্রথম ২ ঘন্টাতেই কমিশনের কাছে ৩৭টি অভিযোগ তৃণমূলের

শুক্রে রাজ্য়ের তিন কেন্দ্রে ভোট, মোতায়েন ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর