এই মুহূর্তে




পুজো অনুদানে বরাদ্দ হয়ে গিয়েছে ৩৮৫ কোটি, টাকা ছাড়া হতে পারে শুক্রবার থেকে

Courtesy - Facebook and Google.




নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর(Durga Puja) জন্য রাজ্য সরকারের অনুদানের(State Govt Grants) দিকে ফি বছর এখন তাকিয়ে থাকে বাঙালি। কেননা দুর্গাপুজো বাঙালির সেরা উৎসব। এবারেও সেই ব্যতিক্রম হচ্ছে না। গত ২৩ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়ে দিয়েছিলেন এবারে রাজ্য সরকারের তরফে পুজোকমিটি তথা ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। সেই সঙ্গে বিদ্যুতের বিলের ওপর ৭৫ শতাংশ ছাড় মিলবে। মুখ্যমন্ত্রী সেদিন এটাও জানিয়ে দেন যে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে এই অনুদানের পরিমাণ হবে ১ লক্ষ টাকা করে। সেই ঘোষণা মাফিক রাজ্যের ৪৫ হাজার ৩৩৬টি ক্লাব-পুজো কমিটির জন্য রাজ্য সরকার এবার মোট ৩৮৫ কোটি ৩৫ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ করেছে। নবান্ন সূত্রের খবর, আগামী শুক্রবার থেকে সেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

আরও পড়ুন, সন্দীপের গ্রেফতারির দাবি তুলেছিলেন অভিষেকও, এখন স্বস্তিতে তৃণমূল

নবান্ন সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগেই ক্লাব-পুজো কমিটিগুলির জন্য দুর্গাপুজোর অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। তবে আর জি কর কাণ্ডের(R G Kar Incident) প্রেক্ষাপটে পুজো অনুদানের টাকা বিতরণে তাড়াহুড়ো করতে চাইছে না রাজ্য সরকার। এবারে সারা রাজ্যের ৪৫ হাজার ৩৩৬টি ক্লাব-পুজো কমিটির জন্য মোট ৩৮৫ কোটি ৩৫ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু অনুদানের জন্য টাকা বরাদ্দ করা হয়ে গেলেও আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে। তার পরেও কবে ছাড়া হবে, তা এখনও নিশ্চিত নয়। তবে মনে করা হচ্ছে, শুক্রবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর থেকে সেই টাকা ছাড়া হলেও হতে পারে। রাজ্য সরকারের এই পুজো অনুদান বিলির দায়িত্ব থাকে প্রধানত পুলিশের(Police) ওপরেই। তাই কলকাতা ও জেলা পুলিশ কর্তৃপক্ষের কাছে ওই বিশেষ নির্দেশ পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন, তৃণমূলের চাপে পিছু হঠছে মোদি সরকার, স্বাস্থ্য বিমা থেকে GST প্রত্যাহারের সম্ভাবনা

জানা গিয়েছে, পুজো অনুদানের জন্য রাজ্য সরকারের বরাদ্দ টাকা রাজ্যের কোষাগারে রয়েছে। সেই টাকা কোষাগার থেকে তোলার অধিকার দেওয়া হয়েছে পুলিশকে। জেলায় জেলায় সেই কাজ করবেন পুলিশ সুপার বা দায়িত্বপ্রাপ্ত কোনও পুলিশ আধিকারিক। কলকাতার ক্ষেত্রে সেই কাজ করবেন পুলিশ কমিশনার। কলকাতা পুলিশের অধীনে রয়েছে ৩ হাজার পুজো কমিটি। তাই কলকাতা পুলিশকে ২৫ কোটি ৫০ লক্ষ টাকা এই খাতে ব্যবহারের অনুমতি দিয়েছে নবান্ন। আবার রয়েছে। রাজ্য পুলিশের আওতায় রয়েছে ৪২ হাজার ৩৩৬টি ক্লাব-কমিটি। সেই জন্য ৩৫৯ কোটি ৮৫ লক্ষ ৬০ হাজার টাকা কোষাগার থেকে তোলার অধিকার দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। সেই সঙ্গে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরিবর্তে ‘অ্যাকাউন্ট পেয়ি’ চেকের মাধ্যমে পুজো উদ্যোক্তা ক্লাব-কমিটিগুলিকে অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফাটল ধরা শুরু আন্দোলনে, সরছেন মানুষ, ক্ষোভ বাড়ছে চিকিৎসকদের বিরুদ্ধে

মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি

নির্জন রাস্তায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে অপহরণ ও গণধর্ষনের অভিযোগ

মহানন্দা নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্রের

দাসপুরের পুরুষোত্তমপুরের ভট্টাচার্য পরিবারে পূজিতা হন অষ্টাদশভুজা দুর্গা

মেজিয়ার শিকল বাঁধা দুর্গা পুজো পান আড়াইশো বছর ধরে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর