-273ºc,
Friday, 9th June, 2023 4:18 am
নিজস্ব প্রতিনিধি: আবারও শুরু হয়ে গিয়েছে দুয়ারে সরকার (DUARE SARKAR) শিবির। ক্যাম্প শুরুর আগেই জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে নিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের তরফে জেলায় জেলায় পাঠানো হয়েছিল বিশেষ গাইডলাইন।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলবে শিবির। নির্দেশ, জেলায় জেলায় বুথ ভিত্তিক করতে হবে দুয়ারে সরকার। বুথ ভিত্তিক সেই শিবির হবে আশি হাজারটি। মোট শিবির করতে হবে ২ লক্ষ। আরও জানা গিয়েছে, ২০ হাজার মোবাইল ক্যাম্প হবে। রাজ্য স্পষ্ট জানিয়েছে, দুর্নীতি আটকাতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। অভিযোগ উঠলেই জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বলা হয়েছে, ‘দুয়ারে সরকার’ যেখানে হবে সেখানে যেন বহুল প্রচার করা হয়। নির্দেশ, উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) শুভেচ্ছা বার্তা। বিশেষ নজর দেওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও আধার সংযোগে। উল্লেখ্য, ক্যাম্পে আবেদন জমা নেওয়া হবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। আর পরিষেবা প্রদান করা হবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। আরও জানা গিয়েছে, আবেদনপত্র জমা নেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে ভেরিফিকেশন প্রক্রিয়া। এবারে শিবির থেকে পাওয়া যাবে আরও নতুন ৪টি পরিষেবা। বিশেষ নজর দেওয়া হচ্ছে মেধাশ্রী, বিধবা ভাতা, বাংলা কৃষি সেচ যোজনার মাইক্রো ইরিগেশন প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে।