-273ºc,
Friday, 2nd June, 2023 9:52 pm
নিজস্ব প্রতিনিধি: মালদা জেলার সদর মহকুমার কালিয়াচক থানার পুলিশ শুক্রবার রাতে বালিয়াডাঙ্গায় অভিযান চালায় মাদক কারবারীদের বিরুদ্ধে। তাঁদের কাছে খবর ছিল, ওই এলাকায় মাদকের লেনদেন হচ্ছে। সেই সব মাদক আসছে বাংলাদেশ থেকে। তারপর তা হাতবদল হয়ে ছড়িয়ে পড়ছে রাজ্য ও দেশের আনাচেকানাচে। সেই কারবার বন্ধ করার উদ্দেশ্য নিয়েই হানা দিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশকে দেখে মাদক কারবারীরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সেই ঘটনায় পুলিশের কেউ গুলিবিদ্ধ না হলেও জখম হন এলাকারই এক যুবক। শনিবার সকালে তাঁর মৃত্যু হলে এলাকায় রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে যে দুষ্কৃতীর গুলিতে ওই যুবক গুলিবিদ্ধ হয়েছিলেন তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে ৪০০ গ্রাম ব্রাউন সুগারও।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম রাজীব শেখ। তার বাড়ি বৈষ্ণবনগর থানার কুম্ভীরাতে। ঘটনার সময় তিনি বালিয়াডাঙ্গায় এসেছিলেন কর্মসূত্রে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ মাদক কারবারের ঘাঁটিতে হানা দিতেই সেখানে থাকা মাদক কারবারী ও দুষ্কৃতীরা পুলিশকে দেখে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তখনই গুলিবিদ্ধ হন রাজীব। গুরুতর জখম অবস্থায় তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলেও শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর তলপেটে গুলি লেগেছিল। রাতেই অস্ত্রপচার করে সেই গুলি বার করা হয়, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তাঁর প্রাণ বাঁচানো যায়নি বলেই এদিন চিকিৎসকেরা জানিয়েছেন। এদিকে এই ঘটনায় যে দুষ্কৃতীর ছোঁড়া গুলিতে রাজীব আহত হয়েছিলেন সেই আসমাউল শেখকে এদিন সকালে কালিয়াচকের কলেজ মোড় এলাকায় থাকা তার বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৪০০ গ্রাম ব্রাউন সুগারও উদ্ধার করেছে পুলিশ। এই কারবারের সঙ্গে জড়িত আরও মাদক কারবারিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।