এই মুহূর্তে




বৈধ ভোটার বাদ গেলে কমিশনের অফিস ঘেরাওয়ের হুঙ্কার অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: SIR নিয়ে সরব হলেন  তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে SIR। সোমবার রাত ১২টার পর ফ্রিজ করে দেওয়া হয়েছে ভোটার তালিকা। তারপরথেকে রাজ্যে শুরু হয়েছে টালমাটাল অবস্থা। মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

“২০০২ সালে SIR করতে সময় লেগেছিল দু’বছর। এখন বলছে দু’মাসের মধ্যে হয়ে যাবে। খুব কৌশলে অসমকে বাদ দিয়েছে। অসমে SIR হবে না এটা কাকতালীয় হতেই পারে না। কার অঙ্গুলীহিলনে কাজ করছে কমিশন?” সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেন, “SIR করে রিভিশন নয়, বঞ্চিত করাই আসল উদ্দেশ্য। আগে ভোটাররা সরকার নির্বাচিত করত। এখন সরকার ভোটার নির্বাচন করছে। বলা হচ্ছে, বাংলায় অবৈধ নাগরিক,বাংলাদেশি রোহিঙ্গা রয়েছে। SIR করে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা লক্ষ্য নয়।”

সম্মেলন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূলের সরাসরি নিশানা,  “২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি। ভোটার লিস্ট ত্রুটিযুক্ত হলে অবিলম্বে লোকসভা ভেঙে দেওয়া হোক। এই ভোটার লিস্টের নিরিখে আমরা সাংসদ নির্বাচন হয়েছি। বাংলাদেশের সঙ্গে ৫ রাজ্যের সীমান্ত রয়েছে। পশ্চিমবঙ্গ, মেঘালয়, অসম, মিজোরাম, ত্রিপুরা। ৫ রাজ্যের মধ্যে SIR হচ্ছে শুধু বাংলায়। পাঁচটি রাজ্যের মধ্যে শুধু অসমে ক্ষমতায় রয়েছে বিজেপি। বাংলায় SIR হবে, অসমে সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে, তাই SIR হবে না।  কোন আইনে লেখা রয়েছে একটি রাজ্য SIR হবে, অন্য রাজ্যে হবে না। কার নির্দেশে কাজ করছে কমিশন? এত গায়ের জ্বালা কেন?”

মঙ্গলবার পানিহাটির খড়দহর কাছে প্রদীপ কর নামে এক প্রৌঢ়র ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি সুইসাইড নোটে লিখে গিয়েছেন তাঁর মৃত্যুর জন্য NRC আইন দায়ী। তাঁর প্রসঙ্গও এসেছে অভিষেকের কথায়। তিনি বলেছেন, “আপনারা নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবী করেন। আজ খড়দহে প্রদীপ কর নামে এক ৫৭ বছর বয়সী ব্যক্তি মারা গিয়েছেন। কটা বিজেপির নেতা খোঁজ নিয়েছে, প্রথম তাঁর বাড়িতে সাহায্যের জন্য গিয়েছিল তৃণমূলের লোকেরা। SIR ঘোষণা হওয়ার পর থেকে রিজেন্ট পার্ক আর খড়দহ মিলিয়ে দু’জন মানুষ মারা গেলেন। আমি জানতে পেরেছি SIR ঘোষণা হওয়ার পর তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। সুইসাইড নোটে দায়ী করে গিয়েছিলেন NRCকে। আর কত রক্ত চান জ্ঞানেশকুমার? আর কত রক্ত পেলে খুশি হবেন অমিত শাহ। এত ঔধ্যত্য, এত অহংকার ওদের! খেলা আপনারা শুরু করলেন, শেষ আমরা করব।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য অসমে কেন SIR নয় তার সদুত্তর দিতে পারেনি জাতীয় নির্বাচন কমিশন। তাঁর প্রশ্ন বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করছে বাংলা, অসম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়। ত্রিপুরা থেকে বাংলাদেশি ধরা পড়েছে, অসমে রোহিঙ্গা ধরা পড়েছে। মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করে না বাংলা, অন্য রাজ্যগুলি করে। তাহলে রোহিঙ্গা আসছে কোনখান থেকে? তারপরেই তৃণমূলেরসর্বভারতিয় সাধারণ সম্পাদকের হুঙ্কার,  “এরা ২০২০, ২১ এর নির্বাচনে হেরেও শিক্ষা হয়। SIR করার থাকলে আগে করতেন। বিজেপি বলছে SIR হলে তৃণমূল হেরে যাবে, তৃণমূলের ভোটব্যাঙ্ক। আমি চ্যালেঞ্জ করছি বিজেপির যত ছোট-বড়-মাঝারি নেতা আছে তাদের বলছি আপনারা SIR করার পরেও আমরা ১টা হলেও আসন সংখ্যা বাড়াব।আর বিজেপির আসন ৫০-এ নামাব। তৃণমূল ভোটব্যাঙ্কের রাজনীতি করে না। একটাও বৈধ ভোটার বাদ গেলে কমিশনের অফিস ঘেরাও করা হবে। দিল্লিতে গিয়ে এক লক্ষ বাংলার মানুষ ঘেরাও করবে। ক্ষমতা থাকলে শাহের পুলিশ আটকে দেখাক।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ