এই মুহূর্তে




আরজি করের ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন অভিষেক




নিজস্ব প্রতিনিধি: আরজি কর হাসপাতালের তরুণী চিকি‍ৎসকের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘটনার তীব্র নিন্দা করে জড়িতদের কঠোর শাস্তির কথা ঘোষণা করেছিলেন। শনিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

এদিন ডায়মন্ড হারবারে নিজের সংসাদীয় কেন্দ্রের কাজকর্ম নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি করের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আরজি করে যেভাবে তরুণী চিকি‍ৎসককে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে তা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তবে ভবিষ্যতে যাতে এমন কোনও ঘটনা না ঘটে তার জন্য আইন সংশোধন প্রয়োজন।’ একই সঙ্গে, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করে অভিষেক এও বলেন, ”এমন মানুষের বেঁচে থাকার অধিকার নেই। এই ধরনের জঘন্য ও ন্যক্কারজনক কাণ্ডে জড়িত অপরাধীদের সাত দিনের মধ্যে বিচার শেষ করে হয় এনকাউন্টার করা উচিত, না হয় ফাঁসিতে ঝোলানো উচিত।’’

আরজি করের তরুণী চিকি‍ৎসকের খুন নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে ইতিমধ্যেই আসরে নেমেছে বিজেপি-সিপিএম-কংগ্রেস সহ রাজ্যের বিরোধী দলগুলি। বিক্ষোভ-অবরোধে উত্তাল করে দিয়েছে গোটা রাজ্যকে। বিরোধীদের ওই ভূমিকারও নিন্দা জানিয়েছেন অভিষেক। তাঁর কথায়, ‘এটা রাজনীতি করার সময় নয়। যদি বিজেপি-কংগ্রেস ও সিপিএম চাইত প্রকৃতই দোষীর সাজা হোক, তাহলে রাজনীতি করত না।’  এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অর্ডিন্যান্স করে বিজেপির আইন সংশোধন করা উচিত। সেই বিল তৃণমূল, কংগ্রেস সহ বাকিদের সমর্থন করা উচিত। এমন আইন করা উচিত যাতে ৭ দিনে এই ধরনের ঘটনার শাস্তি হয়।’

বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বলেন, ‘একাধিক রাজ্যেই এমন ঘটনা ঘটেছে। হাথরসের কথা সকলের মনে আছে। সেখানে তো মৃতদেহের খোঁজ মেলেনি। এই ঘটনা এখন যদি উত্তরপ্রদেশে হত তাহলে দেহ মিলত না। বিলকিস বানোর ঘটনাতেও সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল। উন্নাও, হাথরস, নির্ভয়া সমষ্টিগত ব্যর্থতা। রাজনীতি না করে আমাদের সকলের একজোট হয়ে এর বিরোধিতা করা উচিত।”




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বহরমপুরে ভাগিরথী নদী থেকে নিখোঁজ নার্সের দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা

রাজ্যের সব Smart Panchayat’র সব বাড়ি পাবে Unique Identification Number

আরজি কর কাণ্ডের তদন্তে আমজনতার সাহায্য চাইল সিবিআই

১০ বছরের সমস্যা মিটে গেল ১০ দিনেই, নেপথ্যে অভিষেক, জমির দখল পেল ১৬ পরিবার

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের জেরে বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ

ভূতনি এলাকায় গত ২৫ দিনে ২ লক্ষ মানুষ জলবন্দি, আশ্রয়স্থল নৌকো কিংবা খোলা ছাদ ও স্কুল ঘর

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর