27ºc, Haze
Friday, 24th March, 2023 9:55 pm
নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: অবৈধ টোটো ঘোষণার প্রতিবাদে টোটো চালকদের বিক্ষোভ ও আরটিওকে(RTO) ডেপুটেশন কর্মসূচি হল মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। মঙ্গলবার দুপুরে বহরমপুর(Baharampur) জেলা কংগ্রেস কার্যালয় থেকে কয়েক হাজার টোটো চালক একটি বিক্ষোভ মিছিল বের করে। গোটা বহরমপুর শহর এই বিক্ষোভ মিছিল পরিক্রমা করে। মিছিল শেষে মুর্শিদাবাদ জেলার আরটিওকে একটি ডেপুটেশন জমা দেন তারা।
এদিন টোটো চালকদের বক্তব্য, মুর্শিদাবাদ (Murshidabad)জেলার আর টি ও বহরমপুর শহরের হাজার হাজার টোটোকে(TOTO) অবৈধ বলে ঘোষণা করেছেন। ইতিমধ্যে কিছু টোটোকে ধরপাকড় করে তাদের জরিমানা আদায় করেছে। এরই প্রতিবাদ স্বরূপ কোন রাজনৈতিক ব্যানার ছাড়াই আজ তারা প্রতিবাদ মিছিলে বের করেছে এবং আর টি ওকে ডেপুটেশন জমা দিয়েছে।
গরিব টোটো চালকদের অধিক টাকা না থাকার জন্য তারা নতুন টোটো কিনতে পারবে না। অবিলম্বে পুরনো সমস্ত টোটোকে বৈধ ঘোষণা করে চালাতে দিতে হবে এই দাবিতে অনড় টোটো চালকরা। অন্যথায় বৃহৎ আন্দোলনের পথে তারা নামবে বলে তারা হুমকি দিয়েছেন। এদিকে মঙ্গলবার হাওড়ার সাঁতরাগাছিতে বাস টার্মিনাসে একটি অনুষ্ঠানে রাজ্যের পরিবহনমন্ত্রী(Transport Minister) স্নেহাশীষ চক্রবর্তী স্পষ্ট জানিয়ে দিয়েছেন ,এখনই টোটো চালকদের বৈধ রেজিস্টেশন বা লাইসেন্স (Licence)দেওয়া সম্ভব নয়। টোটো পরিবেশ বান্ধব। কিন্তু বিভিন্ন এলাকায় টোটোর দরুণ ব্যাপক যানজট হচ্ছে। তাই পুরসভা, পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনকে নির্দিষ্ট রুট এবং বৈধ টোটো চিহ্নিত করতে বলা হয়েছে। এই অভিযানে অতি দ্রুত পরিবহন দফতর কোমর বেধে নামবে বলে পরিবহন মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন।