24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:23 am
নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : শান্তাশ্রম এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল ইন্দাস থানার পুলিশ। এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য ।জানা গেছে,ইন্দাস থানার শান্তাশ্রম এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় । এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা যায় । মৃত ওই যুবকের নাম রাজদুর্লভ পাঁজা । বয়স আনুমানিক ২৭ বছর। বাড়ি মদনবাটি(Madanbati) এলাকায় ।
স্থানীয় সূত্র জানা যায় , ওই যুবক আরামবাগের একটি রাইস মিলে কাজ করতেন। গতকাল তিনি গ্রামে এলেও নিজের বাড়ি যাননি এবং সোমবার সকালে শান্তাশ্রম এলাকায় দেখা যায় একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সে । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে(Bishnupuir District Hospital) ময়না তদন্তের জন্য পাঠায় ।
তবে ঠিক কি কারণে ওই যুবক আত্মহত্যা করল নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইন্দাস (Indus)থানার পুলিশ । ওই যুবক আরামবাগের(Arambag) যে রাইস মিলে কাজ করতো সেখানে কোন ঘটনা ঘটেছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।ওই যুবকের সঙ্গে থাকা ব্যক্তি এবং তার মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখছে পুলিশ। কর্মস্থলে ওই যুবকের সঙ্গে কোন গোলমাল হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহের ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ । কারণ এটি আত্মহত্যা না পেছনে কোন প্ররোচনা বা অন্য ঘটনা আছে কিনা তা ওই রিপোর্ট থেকেই জানা যাবে।