এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শুভেন্দুর হুমকিতে ভীত নয় তৃণমূল, আশঙ্কার চোরাস্রোত বিজেপিতেই

নিজস্ব প্রতিনিধি: বছর শেষের দিনে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে গুরু বেফাঁস মন্তব্য করে গিয়েছেন। নিজে মুখে স্বীকার করেছেন, তিনি দিল্লিতে বসে বাংলার সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন। আর বাংলা নতুন বছরের প্রথম দিনেই শিষ্য মন্তব্য করলেন খুব শীঘ্রই নাকি তৃণমূলের বিধায়ক সংখ্যা ১০০’র নীচে নেমে যাবে। দুটি মন্তব্যই কার্যত একই সুরে বাঁধা। কিন্তু এই দুই মন্তব্য নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নয় তৃণমূল(TMC)। বরঞ্চ উদ্বিগ্নতার চোরাস্রোত বয়ে চলেছে বমগ বিজেপির অন্দরে। কেননা যখন যখন শিষ্য মুখ খুলেছেন, দাবি করেছেন, যে তৃণমূলের বিধায়কেরা নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, দলবদল করার জন্য লাইন দিয়ে বসে যাছে, তখন তখন দেখা গিয়েছে তৃণমূলের কিছু হয়নি, কিন্তু বিজেপির বিধায়ক বা সাংসদ তৃণমূলে চলে গিয়েছেন। এখন শিষ্য আবার মুখ খুলেছেন। আবারও নয়া ডেট লাইন দিয়েছেন। তাই আবারও আশঙ্কার চোরাস্রোত বইতে শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপির(Bengal BJP) অন্দরে। জল্পনা শুরু কোন বিধায়ক-সাংসদ(MLA-MP) এবার জার্সি বদল করতে চলেছেন!

আরও পড়ুন ব্যারাকপুর শিল্পাঞ্চলের নানা পুরসভায় ক্ষমতা দখলে উদ্যোগী বিজেপি

চড়ক সংক্রান্তির দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) বীরভূমের সভা করতে এসে কিছুটা বেফাঁস মন্তব্য করে বসেন। বলেছিলেন, ‘চব্বিশের লোকসভা ভোটে বাংলা থেকে ৩৫ আসনে জেতান বিজেপিকে, ২০২৫এ মমতা সরকারের ভো-কাট্টা হয়ে যাবে।’ শাহের এহেন মন্তব্য শুনে কার্যত একযোগে বাম-কংগ্রেস-তৃণমূল আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবিরের পাশাপাশি শাহকেও। সবার একটাই অভিযোগ, শাহ নিজে দিল্লিতে বসে বাংলার নির্বাচির সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছেন। সেই অভিযোগের ওপর ঘৃতাহুতি দিয়েছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। বাংলা নতুন বছরে প্রথম দিনেই তিনি দাবি করেছেন, ‘জেলায় জেলায় তৃণমূল বিধায়করা সবাই এজেন্টের কাজ করতেন। অন্তত ১০০ জন বিধায়ক এজেন্টের কাজ করতেন। চাকরির নামে প্রত্যেকের থেকে ১৫-১৮ লক্ষ টাকা তুলে ১০ লক্ষ টাকা কালীঘাটে পৌঁছে দিতেন, বাকি ৫ থেকে ৮ লক্ষ টাকা নিজেরা রাখতেন। আজ পার্থ চট্টোপাধ্যায় জেলে। এবার সকলেই জেলবন্দি হবেন। আগামী ৬ মাসের মধ্যে বিধানসভায় তৃণমূল বিধায়কের সংখ্যা নেমে যাবে একশোয়।’

আরও পড়ুন জাতীয় সড়কের জন্য অধিগৃহীত জমির ক্ষতিপূরণ চাপছে রাজ্যের ঘাড়ে

শুভেন্দুর এই দাবিকে কার্যত পাগলের প্রলাপ বলেই চিহ্নি করা হয়েছে। শাসক দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের দাবি, ‘মানসিকভাবে অসুস্থ শুভেন্দু। উনি আগে নিজে আয়নার সামনে দাঁড়ান, তারপর কথা বলবেন।’ বিজেপির অন্দরে অবশ্য অন্য দাবি। অন্য চোরাস্রোত বইতে শুরু করে দিয়েছে। কেননা আজ পর্যন্ত শুভেন্দুর কোনও দাবি কেউ মিলে যেতে দেখেননি। কোনও ডেটলাইনে কিছুই হয়নি। কিন্তু যতবারই শুভেন্দু তৃণমূলের সরকার পড়ে যাওয়ার দাবি করেছেন, তখনই বঙ্গ বিজেপির কোনও না কোনও সাংসদ বিধায়ক জার্সি বদক করে তৃণমূলে চলে গিয়েছেন। আর সেই সূত্রেই তাঁরা এখন বেশ উদ্বেগে রয়েছেন যে আর কে কে জার্সি বদল করে তৃণমূলে যেতে চলেছেন তা নিয়ে। তিনি উত্তরবঙ্গের জনপ্রতিনিধি নাকি দক্ষিণবঙ্গের? উত্তর ২৪ পরগনা না পুরুলিয়ার? বীরভূমের নাকি মালদার? নিরন্তর চোরাস্রোতের প্রশ্ন ঘুরছে বঙ্গ বিজেপির অন্দরে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খাদ্যে বিষক্রিয়া, ডাইরিয়াতে আক্রান্ত মহিলা শিশু সহ ২০০ জন

শ্যামনগরের ওয়েভারলি জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে ৩ টি ইঞ্জিন

নির্বাচনী জনসভায় কর্মীদের উজ্জীবিত করতে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

রামনবমীতে অশান্তি, বেলডাঙ্গা ও শক্তিপুরের ওসিকে সাসপেন্ড করল কমিশন

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর