এই মুহূর্তে




মাদারিহাটের বিডিও অফিসে বিজেপি সাংসদের দাদাগিরি, সরব তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, মাদারিহাট : মাদারিহাটের বিডিও অফিসে বিজেপি সাংসদ মনোজ টিগ্গার দাদাগিরি। বিডিও অফিসে গিয়ে বিডিও-র দিকে আঙুল তুলে অকথ্য ভাষায় শাসানি দেওয়ার অভিযোগ। চাল, ত্রিপল বিলি নিয়ে কথা বলতে গিয়ে বিডিও অফিসে দাদাগিরি আলিপুরদুয়ারের সাংসদের।

অভিযোগ উঠেছে, মাদারিহাটের বিডিও অফিসে আচমকাই চড়াও হন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। সেখানে গিয়ে কোনও কথা না শুনে বিডিওকে শাসাতে থাকেন। বিডিওকে গলা তুলে সাংসদ বলেছেন, বিডিওগিরি করতে চাইলে সেটা করুন, পার্টি করতে চাইলে তৃণমূলের ঝান্ডা ধরুন। একটা প্রশাসনিক অফিসে গিয়ে একজন সাংসদ এই ভাবে হুমকি দিচ্ছেন কীভাবে। সেটা নিয়ে প্রশ্ন উঠছে। বিডিও-র দিকে আঙুল তুলে রীতিমত হুমকি দিতে শোনা গিয়েছে সাংসদকে। বিডিওর অভিযোগ, পরিকল্পনা করেবিডিও অফিসে এসে দাদাগিরি করেছেন তিনি। তিনি কোন কথাই শুনছিলেন না বলে অভিযোগ। ভিডিও রেকর্ড করেছেন সেই ঘটনার। বিডিও শান্তভাবে কথা বললেও সেই দিকে কোনরকম তোয়াক্কাই করেননি বিজেপি সাংসদ। অভিযোগ, বিডিওকে না জানিয়ে ভিডিও করা হয়েছে বলে জানা যাচ্ছে।

ত্রাণ দেওয়া নিয়ে সমস্যার সূচনা। ভিডিওতে দেখা গিয়েছে, এদিন রণংদেহী মেজাজে দেখা গিয়েছে তাঁকে। বিডিও অমিত চৌরাসিয়া অনেকবার কিছু বলার চেষ্টা করছিলেন। কিন্তু কোনও কথাই কানে তুলছিলেন না সাংসদ। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে।  মনোজ টিগ্গার এই ধরনের ব্যবহারে সরব হয়েছে তৃণমূল। উদয়ন গুহ বলেছেন, বিজেপির সবার মধ্যে এমন দাদাগিরি রয়েছে। বিডিও-র সঙ্গে তিনি শান্ত হয়ে কথা বলতে পারেন। আবেদন করতে পারেন। কিন্তু তা করেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ