এই মুহূর্তে




১৮ ডিসেম্বর শহরে বসছে শিল্প সম্মেলন, হাজির থাকবেন মমতা

নিজস্ব প্রতিনিধি : সামনের বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে শিল্পের উন্নয়নের দিকে নজর দিতে তৎপর রাজ্য সরকার। রাজ্যে শিল্পায়নের গতিকে আরও ত্বরান্বিত করতে আগামী আগামী ১৮ ডিসেম্বর বসছে বাণিজ্য শিল্প সম্মেলন। ওই সম্মেলনে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই শিল্প উন্নয়নের উপরে বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছর ধরেই আয়োজন করা হচ্ছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ওই সম্মেলনের সুফলও মিলেছে। মুকেশ আম্বানির রিলায়েন্স, সজ্জন জিন্দলের জিন্দাল স্টিল সহ একাধিক শীর্ষ শিল্প সংস্থা বাংলায় বিপুল বিনিয়োগ করেছে। পাশাপাশি বিদেশি শিল্প সংস্থাগুলোও বিনিয়োগের ঢালি নিয়ে এগিয়ে এসেছে। চলতি বছরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, দেশি-বিদেশি সংস্থার বিনিয়োগ প্রস্তাব খতিয়ে দেখার জন্য রাজ্যস্তরে শিল্পবিষয়ক সমন্বয় কমিটি বা সিনার্জি কমিটি গড়া হবে। ওই কমিটির মাথায় থাকবেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র।

গত ৮ জুলাই বৈঠকে বসেছিল শিল্প বিষয়ক সমন্বয় কমিটি।। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অমিত মিত্র। ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, অর্থসচিব প্রভাতকুমার মিশ্র এবং শিল্পসচিব বন্দনা যাদব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছিলেন, ‘গত তিন মাসে সিনার্জি কমিটির বৈঠকে মোট ৩,১৬৫টি শিল্প প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেই প্রকল্পগুলির মধ্যে রয়েছে রিয়েল এস্টেট, তথ্যপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন-সহ একাধিক ক্ষেত্র। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে বিনিয়োগ সংক্রান্ত প্রকল্প নির্বাচন করতে গিয়ে কিছু নির্দিষ্ট বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যে সব শিল্পের বৃদ্ধির সম্ভাবনা বেশি, যেগুলি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, রফতানি বৃদ্ধিতে সহায়ক এবং যেগুলির ক্ষেত্রে রাজ্যের প্রাকৃতিক বা ভৌগোলিক সুবিধা রয়েছে— সেই সব বিষয় বিচার করেই প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে। রাজ্যের শিল্পের উন্নয়নের গতি বৃদ্ধি করতেই পুজোর পরে শিল্প সম্মেলনের আয়োজন করা হচ্ছে।’

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এগরায় জমি বিবাদ ঘিরে সংঘর্ষ, দু’পক্ষের বাড়িতে আগুন

মানতে পারেননি ছেলের মৃত্যুশোক, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা

চন্দ্রকোণাতে ৬৯ হাজার টাকার খুচরো পয়সা দিয়ে নতুন স্কুটি কিনলেন চা বিক্রেতা, গুনতে সময় লাগলো ২ ঘণ্টা

ঠাকুরনগরের আমরণ অনশন মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল

কালনার রাস্তায় বালুরঘাটের এনুমারেশন ফর্ম! উদ্ধারের পর রাজনৈতিক তরজা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ