এই মুহূর্তে




বন্যার ক্ষতিপূরণেও রাজনীতি! বাংলাকে মাত্র ৪৬৮ কোটি বরাদ্দ মোদি সরকারের




নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মুখে বেনজির বন্যায় ভাসছে বাংলার একাধিক জেলা। লাগাতার বৃষ্টি আর ডিভিসির ‘দায়িত্বজ্ঞানহীন’ জল ছাড়ার কারণে বানভাসি হয়ে পড়েছেন হুগলি, ঝাড়গ্রাম-সহ একাধিক জেলার কয়েক লক্ষ মানুষ। উ‍ৎসবের আনন্দ ম্লান হয়ে গিয়েছে ওদের কাছে। ইতিমধ্যেই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে চরকি পাক খেয়ে ছুটে বেড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বন্যা মোকাবিলায় মোদি সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা না পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ক্ষোভ উগরে দেওয়ার পরে তড়িঘড়ি বন্যা মোকাবিলার জন্য রাজ্যকে ৪৬৮ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। ওই ওই বরাদ্দ টাকার পরিমাণ নিয়ে ক্ষুব্ধ রাজ্যের শীর্ষ মহল। তাঁদের অভিযোগ, বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য আর্থিক বরাদ্দ নিয়েও নোংড়া রাজনীতি করছে মোদি সরকার।

মঙ্গলবার (১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর বর্ষায় ভারী বৃষ্টি, বন্যা, ধসের কারণে ক্ষতির মুখে পড়েছে দেশের ১৪টি রাজ্য। আর  বন্যাবিধ্বস্ত রাজ্যগুলিকে ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার জন্য প্রাথমিকভাবে ৫৮৫৮.৬০ কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল (এসডিআরএফ) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল (এনডিআরএফ) থেকে অগ্রিম হিসাবে এই টাকা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, ভোটমুখী মহারাষ্ট্রকে ১,৪৯২ কোটি টাকা দেওয়া হয়েছে। মোদি সরকারের প্রাণভোমরা চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ হয়েছে ১০৩৬ কোটি টাকা। আর এক প্রাণভোমরা নীতীশ কুমারের বিহারকে দেওয়া হয়েছে ৬৫৫.৬০ কোটি টাকা। বিজেপি শাসিত অসমকে ৭১৬ কোটি টাকা, গুজরাতকে ৬০০ কোটি, হিমাচল প্রদেশকে ১৮৯.২০ কোটি টাকা, কেরলকে ১৪৫.৬০ কোটি টাকা, মণিপুরকে ৬০ কোটি, মিজোরামকে ২১.৬০ কোটি টাকা, নাগাল্যান্ডকে ১৯.২০ কোটি টাকা, সিকিমকে ২৩.৬০ কোটি টাকা, তেলঙ্গানাকে ৪১৬.৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে ৪৬৮ কোটি টাকা।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে বরাদ্দের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি জানানো হয়েছে,  শীঘ্রই পশ্চিমবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বিশেষ দল পাঠানো হবে। রাজ্যকে অতিরিক্ত সাহায্য দেওয়া হবে কি না, তা ওই দলের পাঠানো রিপোর্ট দেখে বিবেচনা করা হবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বর্ধমানের আউসগ্রামে দশমীর রাতে আত্মঘাতী যুবক ও যুবতী, তদন্তে পুলিশ

মহেশতলার পুরাতন ডাকঘর পেট্রোল পাম্পে দুষ্কৃতীদের হানা

দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার তুমুল সংঘর্ষ দুর্গাপুরে

কার্নিভালের দিন মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে, বঙ্গোপসাগরে সৃষ্টি হবে নিম্নচাপ

পুজোতে ফুল দেওয়ার লোভ দেখিয়ে নাবালিকা শিশু কন্যাকে খুন করে বস্তা বন্দি করার অভিযোগ

পুজো মিটলেই রাজ্যজুড়ে জনসংযোগে নামছে তৃণমূল, গুরুত্ব আদি নেতাকর্মীদের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর