এই মুহূর্তে




SIR ঘোষণার পরেই ওয়েবসাইট ক্রাশ, মাথায় হাত আধিকারিকদের

নিজস্ব প্রতিনিধি: SIR ঘোষণার পরেই ওয়েবসাইট ক্রাশ। CEO দফতরের ওয়েবসাইট ক্রাশ করে গিয়েছে। সোমবার থেকে লাগাতার ওয়েবসাইটে ভিজিট করেছে ১ কোটি মানুষ। বহু মানুষ একসঙ্গে সাইটে ঢোকার চেষ্টা করায় ওয়েবসাইট ক্রাশ করে গিয়েছে। এর ফলে ২০০২ সালের ভোটার তালিকার পিডিএফ পাঠানোর ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। তালিকায় নিজের নাম খোঁজার জন্য ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছে মানুষ।

দু’দিন ধরে সমস্যার সম্মুখীন হওয়ার পর বুধবার রাতেই CEO দফতর থেকে NIC (Nationnal Informatics Centre) কে চিঠি দেওয়া হয়েছে। ওয়েবসাইটে সচল করার জন্য এই চিঠি পাঠানো হয়েছে NIC’র কাছে। যেটুকু জানা গিয়েছে, এখনও পর্যন্ত ওয়েবসাইট সচল হয়নি। CEO দফতরের আধিকারিকরা এই বিষয় নিয়ে উদ্বিগ্ন। ওয়েবসাইট সচল না হলে বহু সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া শুরু হবে। ভোটার তালিকা না দেখতে পেলে তাতেও সমস্যা দেখা দেবে। 

সোমবার দুই নির্বাচন কমিশনার এসএস সান্ধু ও বিবেক যোশীকে সঙ্গে নিয়ে দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ চালুর কথা ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। BLO’রা বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেবেন। কেউ যদি SIR চলাকালীন সময়ে রাজ্যের বাইরে যান, অথবা যারা প্রবাসী তারা অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

ভোটার তালিকায় নাম থাকতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে, কোনও আইনে ভোট দেওয়ার অধিকার বাতিল হলে চলবে না। যারা বাইরে থাকেন কোনও কারণে তাঁকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। ‘ইসিআই নেট অ্যাপ’ থেকে তথ্য আপলোড করা যাবে। কারও নাম দু’জায়গায় থাকলে দুটো ফর্মে আবেদন করবেন না। করলে একটিই গৃহীত হবে।

প্রসঙ্গত, ১৯৫১ সালে ভারতে হয়েছিল প্রথম SIR। এ পর্যন্ত মোট ৮ বার বিশেষ নিবিড় সংশোধন হয়েছে এ রাজ্যে। ২১ বছর আগে শেষ এসআইআর হয়েছে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত। নবম বারের প্রথম পর্বের SIR হয়েছে বিহারে। দ্বিতীয় পর্বের এসআইআর হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশে। কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুজনেও SIR চালু হবে। অসমে SIR হচ্ছে না 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

কলকাতা থেকে গ্রেফতার জাল নথি সহ আফগান নাগরিক

SIR প্রক্রিয়া সঠিকভাবে চলছে তো? জানতে রাজ্যে এলেন কমিশনের প্রতিনিধিরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ