এই মুহূর্তে




চাঁচলে পাটক্ষেত থেকে মহিলার বস্তাবন্দি কঙ্কালসার দেহ উদ্ধার




নিজস্ব প্রতিনিধি,চাঁচল: মালদার চাঁচলে চাঞ্চল্যকর ঘটনা। পাট ক্ষেত থেকে কঙ্কাল দেহ উদ্ধার।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।মালদহের চাঁচল থানার(Chachal P.S.) বালিডাঙ্গা এলাকার ঘটনা।পাটের জমির মধ্যে বস্তাবন্দি অবস্থায় পচাগলা,(Dicomposed) কঙ্কালসার মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে চাঁচলের নদীসিক এলাকায়। স্থানীয়দের অনুমান, মৃতদেহটি কোন মহিলার। কারণ ঘটনাস্থলের পাশেই মহিলাদের হাতের একটি চুরি পড়ে থাকতে দেখা গেছে। তাই স্থানীয়দের ধারণা মৃতদেহটি কোন মহিলার। তাকে কে বা কারা বেশ কয়েকদিন আগে খুন করে দেহ বস্তায় ভরে পাটের জমির মধ্যে ফেলে রেখেছিল। মঙ্গলবার সেই মৃতদেহটি পচাগলা, কঙ্কালসার অবস্থায় স্থানীয়দের নজরে পড়ে।

যাকে কেন্দ্র করে এদিন চাঁচলের নদীসিক এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়। ঘটনার খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ কঙ্কালসার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি মৃতদেহটি কার? কোন পুরুষ না মহিলা? কীভাবে তার মৃত্যু হল? এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। 

উদ্ধার ব্রাউন সুগার

আবারও উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার(Brown Sugar)। প্রায় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার। প্রায় দেড় কেজি ব্রাউন সুগার সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন ভিন রাজ্যের যুবক। গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার ১৮ মাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুইজনকে আটক করে তল্লাশি চালানো হয়। সেইসময় উদ্ধার হয় এক কেজি ৪৫৪ গ্রাম ব্রাউন সুগার। ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে গোলাম মোস্তফার বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ বিশ্বাসটোলা এলাকায়। অন্যজন অনিল চৌধুরী বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা। ধৃতদের মালদা জেলা আদালতে(Malda Court) পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। ধৃতদের জেরা করে মাদক কারবার সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশাবাদী পুলিশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

সোনারপুর কলেজে ছাত্রীকে দিয়ে মাথা মালিশে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা

ইংলিশবাজারে সংঘর্ষে আহত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা, ভাঙচুর দোকানপাট, বাড়িঘর

SSCর বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত খারিজ সহ ৩ আর্জি নিয়ে হাইকোর্টে মামলা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ