23ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:42 am
নিজস্ব প্রতিনিধি: লোহা বোঝাই ট্রাক বেমালুম গায়েব। আর সেই তদন্তে নেমেই ভয়াবহ তথ্য পেল রাজ্যের তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, সিভিক ভলেন্টিয়রের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল এক ব্যাঙ্ককর্মী। সেই অভিযুক্ত সিআইডি’র (CID) জালে ধরা পড়েছে। ধৃতের ৫ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান আদালত।
সিআইডি সূত্রে খবর, ধৃতের নাম শেখ মকবুল রহমান। তার বাড়ি রায়না থানার বুজরুকদিঘিতে। রাজ্যের তদন্তকারী সংস্থার দাবি, লোহা বোঝাই ট্রাক উধাও মামলার তদন্তে নেমে আগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জেরা করেই বেসরকারি ব্যাঙ্ককর্মী মকবুলের নাম জানতে পারা যায়।
ঘটনাটি প্রকাশ্যে আসে গত ১ এপ্রিল। নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ইয়াসউদ্দিন মল্লিক। তিনি খণ্ডঘোষ থানার সিভিক ভলেন্টিয়র। অভিযোগ, গত এপ্রিল মাসের প্রথম দিনে তাঁর বাড়িতে কয়েকজন এসে বলে, ইয়াসউদ্দিনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা হয়েছে। সেই সব টাকা তারা তুলতে চায়। ইয়াসউদ্দিন বলেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। এই ঘটনার পরের দিন ওই ব্যাঙ্কের শাখায় গিয়েছিলেন ইয়াস। জানতে পেরেছিলেন, তাঁর নামে জাল নথি দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। সব জানার পরে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি।
অন্যদিকে, আগে থেকেই ট্রাক উধাও হওয়ার ঘটনার তদন্ত করছিল সিআইডি। জানা যায়, ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার চক্র ও ট্রাক উধাও করার চক্র এক। জাল অ্যাকাউন্ট খুলে দিয়েছিল অভিযুক্ত ওই ব্যাঙ্ক কর্মী। চড়া ঘুষের বিনিময়েই সে এই কাজ করেছিল। আর ভুয়ো অ্যাকাউন্ট থেকে বেআইনি ভাবে মোটা টাকার লেনদেন চালানোর পরিকল্পনা করেছিল এই চক্র। সেই টাকা তুলতে গিয়েই তদন্তকারী আধিকারিকদের কাছে ফাঁস হয়ে যায় চক্রের পরিকল্পনা। জানা গিয়েছে, আরও কে কে জড়িত এই কারবারে তা জানতে জেরা করা হচ্ছে।