32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:53 pm
নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভায় যোগ দিতে আসার পথে সোমবার রাতে মালদায় বাস দুর্ঘটনায় (Bus Accident) মৃত্যু হয়েছে দুই মহিলার (Woman)। মঙ্গলবার গাজোল কলেজ মাঠে সরকারি পরিষেবা প্রদান সভা থেকে মৃত দুই মহিলার পরিবারকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু সরকারি চাকরি নয়, মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
মঙ্গলবার গাজোল কলেজ মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে প্রথমেই সোমবার বাস দুর্ঘটনায় মৃত দুই মহিলার প্রতি শোক জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকেই মৃত সহেলি হাঁসদা এবং নিয়তি সরদার নামের দুই মহিলার পরিবারকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পরিবারকে ২ লাখ টাকা করে দিয়ে সাহায্য করার কথাও ঘোষণা করেন তিনি। শুধু তাই নয়, এদিন দুর্ঘটনার বিশদ রিপোর্ট চেয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন মিজোরামে যে শ্রমিকরা কাজে গিয়ে মারা গিয়েছিলেন তাদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের স্ত্রীদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের শিশুদের হাতে খেলনা তুলে দেন।
উল্লেখ্য সোমবার রাতে মালদহ থেকে গাজোলের দিকে ৪৫ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল একটি সরকারি বাস। সেই পথে পান্ডুয়ার কাছে রাস্তায় দাঁড় করানো একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ে যায় বাসটি। বাসের মধ্যে ৪৫ জন যাত্রী ছিলেন। ঘটনার জেরে দুজন যাত্রীর মৃত্যু হয়। পাশাপাশি ৩০ যাত্রী কমবেশি জখম হয়েছেন বলে জানা যায়। ঘটনার পর আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।