এই মুহূর্তে




৬০’এ শাহরুখ, ভাইকে শুভেচ্ছা দিদি মমতার

নিজস্ব প্রতিনিধি: একসময় কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শাহরুখ খান। ২ নভেম্বর তাঁর জন্মদিন। বলিউডে তিনি পরিচিত কিং খান, বাদশা এমন কত নামে। আসলে তিনি এখনও সেই পাশের বাড়ির ছেলেই। বলিউডে কোনওরকম গডফাদার ছাড়া যে জায়গা তৈরি করেছেন শাহরুখ খান তা সকলে পারেন না। তাই ৬০ বছর বয়সে এসেও তিনি মানুষের কাছে প্রথম পছন্দ। বাংলারও খুব কাছের মানুষ তিনি। কলকাতার আইপিএল ক্রিকেট টিমের মালিক শাহরুখ এখনও বাংলার পর্যটনের প্রচার করেন। বাংলার মুখ্যমন্ত্রীরও হৃদয়ে বাস কিং খানের।   

তাই বাদশার জন্মদিনে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্বোধন করলেন ভাই বলে। রাত ১২টা বাজার ঠিক এক মিনিট আগে ভাই’-কে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ১১:৫৯ মিনিটে X হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন মমতা। মুখ‌্যমন্ত্রী লেখেন, ‘ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার অনবদ্য প্রতিভা এবং করিশ্মা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করে যাও।

শাহরুখ খানের জন্মদিন মানে এদেশের সিনেপ্রেমীদের কাছে এক উৎসব। তাই সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী জন্মদিনে কিং খানকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতি বছরের মতো এবছরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমিয়েছে স্বপ্ননগরী মুম্বইয়ে। রবিবারের সকাল হতেই মন্নতের সামনে থিক থিক করছে ভিড়।

শনিবার গভীর রাত থেকেই মন্নতের সামনে বসেছেন ভক্তরা। বিদেশ থেকেও এসেছেন অনেকে। তাঁদের আশা একটাই, জন্মদিনে শাহরুখের একটু সাক্ষাৎ পাওয়া।বর্তমানে মন্নতে মেরামতির কাজ চলছে। তারপরেও হয়তো ব্যালকনি থেকে দেখা দেবেন শাহরুখ, এমনটাই আশা ভক্তদের। আবার এও শোনা যাচ্ছে, বান্দ্রার বালগন্ধর্ব রঙ্গমন্দিরেও নাকি ভক্তদের দর্শন দেবেন তিনি। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ