28ºc, Haze
Monday, 27th March, 2023 10:36 am
নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ার (Purulia) চাকরিপ্রার্থী ছেলেমেয়েদের কোটা কেউ একজন কেটে দিয়েছিলেন বলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার মালদার গাজোল কলেজ মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এ কথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী (Chief Minister) নাম না করলেও তাঁর আক্রমণের লক্ষ্যবস্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।
মঙ্গলবার গাজোলের সভা থেকে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। ‘ডাকাত গদ্দার আমার দল থেকে বিদায় নিয়ে ভাল হয়েছে’ বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে পুরুলিয়ার চাকরিপ্রার্থীদের কোটা কেটে দেওয়া নিয়ে তিনি এদিন সরব হন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি তো খুশি কয়েকটা ডাকাত গদ্দার আমার দল থেকে বিদায় নিয়েছে, এই ডাকাত গদ্দাররা এই কাজগুলো করেছিল। আমার মনে আছে, পুরুলিয়ার কোটাই কেটে দিয়েছিল। একসময় দেখলাম, পুরুলিয়ার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। মাননীয় আদালতকে দু পায়ে প্রণাম করে বলব, একবার খোঁজ নিয়ে দেখুন। অন্যরা অন্যায় করলে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি। কিন্তু একবারও জেনেছেন, যিনি আজকের সর্বস্ব বিশারদ হয়ে বলে দিচ্ছেন, ১০০ দিনের টাস্কা দেবে না, আবাসনের টাকা দেবে না, রাস্তার টাকা দেবে না। যেন মনে হচ্ছে নিজের পকেটের টাকা দিচ্ছে!’
এদিন কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না। উল্টে কেন্দ্রীয় সরকারের টিম পাঠিয়ে অশ্বডিম্ব প্রসব করা হচ্ছে। উন্নাওতে ঘটনা ঘটলে কটা টিম যায়? উত্তর প্রদেশে, গুজরাটে কোনও ঘটনা ঘটলে কটা টিম যায়?’