27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:39 am
নিজস্ব প্রতিনিধি: গণতন্ত্রের ওপর বুলডোজার চালানো হচ্ছে। বাংলায় তৃণমূলের সরকার সহ অন্যান্য রাজ্যে বিজেপি বিরোধী দলের রাজ্য সরকারের ওপর ক্রমাগত আঘাত হানা হচ্ছে, এই অভিযোগ বারবার তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। সোমবার মুর্শিদাবাদের সভা থেকে একই অভিযোগ তুলে বিজেপি এবং বিজেপি শাসিত কেন্দ্রকে আক্রমণ করেছেন তিনি। এদিনের মঞ্চ থেকে তিনি বলেন, ‘বদলা আমি নেব না। বদল আমি করবই’।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি মানেই বুলডোজার। বলেন, ‘বুলডোজারের রাজনীতি আমি চাই না। বুলডোজারের পরিবর্তে বুলডোজার নয়’। এরপরেই মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, ‘বুলডোজারের পরিবর্তে ক্লোজার হবে’। সোমবারে সাগরদিঘি’র মঞ্চ থেকে তাঁর দাবি, ওবিসিদের প্রাপ্য টাকা বন্ধ করেছে বিজেপি শাসিত কেন্দ্র। বলেন, তৃণমূল নেতামন্ত্রীদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে। অথচ বিজেপি’র নেতা-বিধায়কের নামে একাধিক অভিযোগ থাকলেও তাঁদের বাড়িতে অভিযান চালায় না কেন্দ্রীয় এজেন্সি। আবাস যোজনায় দুর্নীতি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নেতারা জায়গায় জায়গায় নিজেদের লোকের নাম ঢোকাচ্ছে আবাস যোজনা’র তালিকায়। একশো দিনের কাজ প্রকল্পে কেন্দ্র বাংলার শ্রমিকদের কাজ করিয়ে প্রাপ্য টাকা দেয়নি দাবি করে মমতা বলেন, ‘বঞ্চনার বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ে নেব’। তাঁর কটাক্ষ, রাজ্যের প্রাপ্য টাকাকে বিজেপি নিজের ব্যক্তিগত টাকা ভেবেছে। হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ এই কেন্দ্রীয় রাজনীতি চলবে না। ক্ষমতা আজ আছে, কাল নেই’।
জনগণের উদ্দেশ্যে তাঁর বার্তা, কোনও কুৎসা-অপপ্রচারে কান দেবেন না। প্রশ্ন থাকলে সরাসরি করুন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনও ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নিজেকে সংশোধন করে নিন। আরও বলেন, মনে রাখবেন জনগনই শেষ কথা।