এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ED আর CBI-ই গ্রেফতার করবে শুভেন্দুকে, নন্দীগ্রাম দিবসে বার্তা কুণালের

Courtesy - Twitter

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামে রাজনৈতিক জমি ফিরে পাওয়ার আশায় ২০০৭ সালের ১০ নভেম্বর ‘সূর্যোদয়’ অভিযানের ডাক দিয়েছিল রাজ্যের তৎকালীন শাসক দল সিপিআই(এম)। সে দিনের রক্তাক্ত অভিযানে প্রাণ গিয়েছিল জমি আন্দোলনের একঝাঁক নেতা-কর্মীর। তার পর থেকে প্রতিবছর ১০ নভেম্বর শহিদ দিবস পালন করে নন্দীগ্রামবাসী। এদিন অর্থাৎ ১০ নভেম্বর সেই নন্দীগ্রাম দিবস(Nandigram Dibas)। এদিন তৃণমূল কংগ্রেসের(TMC) তরফে ট্যুইট করে শ্রদ্ধা জানানো হয় সেই শহিদদের। একই সঙ্গে দলের তরফে নন্দীগ্রামে গিয়ে শহিদ বেদীতে মাল্যদান করেন দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। সেখান থেকেই এদিন তিনি আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari)। 

এদিন সকালেই তৃণমূলের তরফে ট্যুইট করে নন্দীগ্রামের শহিদদের শ্রদ্ধা জানানো হয়। ট্যুইটে লেখা হয়, ‘নন্দীগ্রাম আন্দোলন – জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য একটি আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) দ্বারা পরিচালিত একটি নিপীড়নের বিরুদ্ধে নিরলস সংগ্রাম যা ঐক্যের একটি শক্তিশালী প্রতীক এবং সাধারণ মানুষের অদম্য শক্তিকে মূর্ত করে, একইসঙ্গে তা ইতিহাসেও প্রতিধ্বনিত হয়।’ ২০০৭ সালে এই দিনেই নদনীগ্রামের বুকে ঘর ফেরত সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল লালপার্টির পোষা হার্মাদবাহিনী। সেই গুলি চালনার ঘটনায় আবার বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বেশ গর্বের সুরে বলে উঠেছিলেন, ‘They have been paid back by their own coins’। আবার সিপিআই(এম)’র তৎকালীন নেতৃত্ব সেই দিনের ঘটনাকে ‘নতুন সূর্যোদয়’ বলে চিহ্নিত করেছিলেন। বাংলার মানুষ কিন্তু এই গণহত্যা মেনে নেননি। বামফ্রন্ট ও সিপিআই(এম)-কে তো তাঁরা রাজ্যের ক্ষমতা থেকে তাড়িয়েই দিয়েছেন, বাংলার বিধানসভা থেকেও বিলুপ্ত করে দিয়েছেন।

এদিন সেই নন্দীগ্রামে শ্রদ্ধা জানাতে গিয়ে কুণাল বলেন, ‘আজ নন্দীগ্রামে মনখারাপের দিন। স্মৃতিতর্পণের দিন। শহিদ তর্পণের দিন। আজ নন্দীগ্রাম দিবস। ১৬ বছর আগে নন্দীগ্রামের বুকে সিপিএমের হার্মাদরা যে রক্তের হোলি খেলেছিল প্রাণ গিয়েছিল বহু মানুষের। আজও নিখোঁজ অনেকে। আমরা ওঁদের ভুলিনি। কোনওদিন ভুলব না। শুনলাম আজ নন্দীগ্রামে দাঁড়িয়ে একটা গদ্দার নাকি বলেছে, চোর মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হবে। শুনে রাখুন, ২০২৪-এ কেন্দ্রে বিকল্প সরকার গঠিত হলে শুভেন্দু নিজেই গ্রেফতার হবে। যে ED আর CBI-য়ের বলে বলিয়ান হয়ে এত বড় বড় কথা বলছেন, সেই ED আর CBI-ই গ্রেফতার করবে শুভেন্দুকে।’ এদিন ট্যুইট করে শুভেন্দুকে কটাক্ষ হেনেছেন দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, ‘এই প্রথমবার আমি শুভেন্দু অধিকারীর সাথে সহমত। ২০২৪-এই চোরমুক্ত বাংলা গঠিত হবে। ২০১৯ সালে ১৮ আসনে চোরের পার্টিকে জিতিয়ে বাংলা যে ভুল করেছিল, সেই ভুল এবার এই বাংলাই শুধরে নেবে। বছরখানেক যাবত দিনহাটা, শান্তিপুর কিংবা হালের ধুপগুড়ি থেকে তার ট্রেলার আসাও শুরু হয়ে গিয়েছে!’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোটালের জেরে জলোচ্ছ্বাস সাগরে নদী বাঁধে ধ্বস ,আতঙ্কে গ্রামবাসীরা

‘প্রচার মন্ত্রী, শুধু নিজের প্রচার!’, মোদিকে কটাক্ষ মমতার

মহাকাশ গবেষক হতে চায় উচ্চ মাধ্যমিকে প্রথম অভীক

ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, পরিসংখ্যানবিদ হতে চায় সৌম্যদীপ

উচ্চ মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মমতার

উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় কলকাতাকে টেক্কা দিয়ে শীর্ষে হুগলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর