এই মুহূর্তে




রেশন দুর্নীতির তদন্তে রাজ্যের ৭ জায়গায় সাতসকালেই ED’র হানাদারি

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: রাজ্যের রেশন দুর্নীতির(Ration Distribution Corruption) তদন্তে শুক্রবার সকাল থেকেই কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। এদিন সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের ৭ জায়গায় তল্লাশিতে(Raid and Search Operation) নেমেছে ED। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই তল্লাশিতে একাধিক নথি মিলবে বলে মনে করছেন ED’র আধিকারিকেরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে কলকাতার(Kolkata) বুকে শেক্সপিয়র সরণি ছাড়াও উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা, দক্ষিণ ২৪ পরগনা জেলার বহড়ু, হাওড়া জেলার উলুবেড়িয়া ও নদিয়া জেলার কল্যাণীতে এই তল্লাশি চলছে। এছাড়াও তল্লাশি চলছে বারাসত ও মেদিনীপুরের দুটি জায়গাতেও। এর আগে রেশন সংক্রান্ত একাধিক নথি খাদ্য দফতর থেকে চেয়েছিলেন ED আধিকারিকরা। সেই নথির সূত্র ধরেই বেশ কয়েকজন Food Inspector থেকে শুরু করে একাধিক সংস্থার হদিশ মিলেছে ৷ সেই মতই একই সঙ্গে এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন, আর কয়েক ঘন্টার মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতায়, জারি কমলা সতর্কতা

দীর্ঘদিন ধরেই রেশন দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে ED। তদন্ত হাতে পেয়েই একাধিক জায়গায় তল্লাশি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জেরা করা হয় একাধিক সন্দেহভাজনকে। সেই সূত্রেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে গ্রেফতার হন প্রথমে। পরে জ্যোতিপ্রিয় মল্লিকও গ্রেফতার হন। পরে পরে গ্রেফতার হন বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধানও। যদিও সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় বাকিবুর-সহ কয়েকজন জামিন পেয়েছেন। কারণ হিসেবে উঠে এসেছে, দুর্নীতির সঙ্গে তাঁদের সরাসরি কোনও যোগ মেলেনি। এমনকী দুর্নীতির অর্থ তাঁদের ব্যবসায় ব্যবহারের কোনও প্রমাণ মেলেনি। কিন্তু তার পরেই এদিন ফের আচমকা তল্লাশি অভিযানে নেমে পড়েছে ED। কল্যাণীতে এক আদিবাসী পাড়ায় এদিন হানা দিয়েছেন ED’র আধিকারিকেরা। সেখানে সালমা হেমব্রম নামে ভাঙরের Food Inspector’র বাড়িতে যান তাঁরা। যদিও জানা গিয়েছে, সালমা হেমব্রম অসুস্থ। তিনি একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।

আরও পড়ুন, শিয়ালদা ডিভিশনে ২ দিনে বাতিল থাকবে ৪০টি লোকাল ট্রেন

এদিন জয়নগরের বহরুর এক রেশন গোডাউনে হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা। আবার দেগঙ্গার আজিজনগরে একটি সমবায় সমিতিতে হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা। রাজ্যের রেশন বন্টন দুর্নীতির কাণ্ডের তদন্ত নেমে তাঁদের কাছে বেশ কয়েকজন রাজ্য সরকারি আধিকারিক, ফুড ইন্সপেক্টর এবং রেশন ডিলারের নাম উঠে এসেছে। তার জন্যই আজ তল্লাশি চালানো হচ্ছে ৷ দক্ষিণ কলকাতার একটি অফিস ও অন্য একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তকারি আধিকারিকরা মনে করছেন রাজ্যের রেশন দুর্নীতি-কাণ্ডে যে শুধুমাত্র রাজনৈতিক বা অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরাই যুক্ত, তেমনটা নয়, বরং খাদ্য দফতরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে সাধারণ সরকারি কর্মীরাও যুক্ত রয়েছেন। এর আগে খাদ্য দফতর থেকে রাজ্যে বাতিল হয়ে যাওয়া রেশন কার্ড এবং রাজ্যের সচল রেশন কার্ডের পরিসংখ্যানের তালিকা চেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সেই পরিসংখ্যান তথ্য পাওয়ার পরেই তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাতে স্কুলে বন্যপ্রাণীর উৎপাত, ক্লাস রুমে খাঁচা বসানো হল বনদফতরের উদ্যোগে

পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখালেন হিন্দু সমাজকল্যাণ সমিতির কার্যকর্তারা

বন্দুক হাতে ‘পাকিস্তানি ভাইয়া’র সঙ্গে ছবি শেয়ার করে পুলিশি নজরে নদিয়ার যুবক

গরম থেকে মুক্তি পেতে স্নান করতে গিয়ে মৃত ২, প্রায় দু’দিন পর উদ্ধার দেহ

ওয়াকফ থেকে ইস্যু ঘোরাতে কাশ্মীরে এই হামলা বিজেপি’ র পরিকল্পিত : মর্জিনা খাতুন

৩০ এপ্রিল রাজ্যে ‘হিট-স্ট্রোক ট্রিগার ইভেন্ট’ তৈরি হবে, বিশেষ সর্তকতা জারি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর