এই মুহূর্তে

Online Audit Report জমা না-হলে, মিলবে না অনুদান

নিজস্ব প্রতিনিধি: বাংলাকে(Bengal) ঘিরে আবারও নয়া পথে হাঁটা দিল কেন্দ্র। পঞ্চদশ অর্থ কমিশনের(15th Finance Commission) টাকায় কী কাজ হয়েছে, তার খুঁটিনাটি হিসেব চেয়ে পাঠিয়েছে নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। ১০০ শতাংশ Online Audit Report জমা না-হলে, মিলবে না পঞ্চদশ অর্থ কমিশনের আর্থিক অনুদান। রাজ্যগুলির জন্য এমনই শর্ত চাপিয়েছে মোদি সরকার(Modi Government)। যদিও বঙ্গ বিজেপি(Bengal BJP) সূত্রে জানা গিয়েছে, দেশের সব রাজ্যের জন্য এই নিয়ম লাগু হলেও মোদি সরকারের আসল লক্ষ্য বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) রাজ্যে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা কীভাবে খরচ করা হচ্ছে তার ওপর কড়া নজরদারি চালাতেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সূত্রে।

আরও পড়ুন চিরকুটে হতো চাকরি, শ্বেতপত্র প্রকাশের ঘোষণা ব্রাত্যের

ঠিক কী সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র সরকার? এতদিন অর্থ কমিশনের টাকায় যে কাজ হত তার ২৫ শতাংশ Audit করে Report জমা করলেই হতো। কিন্তু ২০২৩-২৪ সাল থেকে অনুদান পাওয়ার জন্য ১০০ শতাংশ Audit’র নয়া শর্ত চাপিয়েছে কেন্দ্র। Tied ও Untied Fund-এর ঠিক কতটা খরচ হচ্ছে, তার বিস্তারিত হিসেব নেওয়া হবে এবার থেকে। রাজ্যের তরফে কাজটি করবে AG Bengal। চলতি বছরের জুনের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে হবে এই অডিট? ২০২১-২২ সালে প্রাপ্ত পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ব্যবহারের Online Audit হবে। ২০২২-২৩ সালের অডিট হবে আগামী বছর। নতুন অর্থবর্ষ থেকে Audit Report-কে ঢাল করেই টাকা ছাড়বে কেন্দ্র। সেক্ষেত্রে ফের নানা অজুহাতে টাকা আটকানোর নয়া ফন্দি আঁটছে কেন্দ্র, এবার এমনই মনে করছেন নবান্নের আধিকারিকেরা। কেননা তাঁরা জানিয়েছেন, এবার থেকে আবাস এবং গ্রামীণ সড়ক যোজনার মতো পঞ্চদশ অর্থ কমিশনের টাকারও Social Audit করা হবে। অর্থাৎ, মাঠেঘাটে নেমে কাজের খতিয়ান দেখবেন কেন্দ্রের আধিকারিকরা।

আরও পড়ুন কলকাতায় নেমে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অখিলেশ

তবে কেন্দ্রের এমন সিদ্ধান্তের পিছনে অশনি সঙ্কেতই দেখছেন রাজ্যের একশ্রেনীর আধিকারিকেরা। কেননবা তাঁদের দাবি, গ্রাম বাংলার বহু গ্রাম পঞ্চায়েতে এখনও ঠিকমতো টেন্ডার হয় না। কাজ করা হলেও ফাঁকফোকর কিছু থেকেই যায়। Online Audit-e সেসব খুঁত ধরা পড়বে। পঞ্চদশ অর্থ কমিশন শুরু হয়েছে ২০২০-২১ সালে। তারপর আরও দু’বছর টাকা ঢুকেছে। সব মিলিয়ে রাজ্য পেয়েছে ৯,৫০০ কোটি টাকা। তার মধ্যে এখন পড়ে রয়েছে ৩,৩০০ কোটি টাকা। বাদবাকি ব্যবহৃত টাকার হিসেব এই অডিটের আওতায় আসবে। সূত্রের খবর, ইতিমধ্যে এই কাজের অর্ধেক হয়ে গিয়েছে। অর্থ কমিশনের টাকা খরচ নিয়ে বৃহস্পতিবার মুখ্যসচিব বৈঠক করেন। সেখান থেকে প্রতিটি জেলাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই অর্থ খরচ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শেখ শাহজাহানের জামিনের আবেদন খারিজ

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

নির্বাচন কমিশনকে ‘মেসো’ বলে কটাক্ষ দিলীপের

দইয়ের পর এবার হুগলীর ঘুগনিতে মুগ্ধ রচনা, খেলেন আবার খাওয়ালেনও

‘ভগবানের’ প্রার্থীপদ খারিজের দাবি তৃণমূলের, নেপথ্যে মৃত্যু কামনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর