এই মুহূর্তে

আট দিন নিখোঁজ নাবালিকা, প্রতিবেশীর বিরুদ্ধে পাচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: আট দিন ধরে নিখোঁজ ১৪ বছর বয়সী এক নাবালিকা। পরিবারের অভিযোগ তাঁদের মেয়েকে অপহরণ করা হয়েছে। প্রতিবেশীরা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নবম শ্রেণির ছাত্রী ওই নাবালিকাকে অপহরণ করেছে বলে অভিযোগ নিখোঁজ কিশোরীর মায়ের। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিপলা গ্রামের বাসিন্দা মঞ্জু পাসমানের ১৪ বছরের নাবালিকা মেয়েকে প্রায় আট দিন আগে এক সন্ধ্যা বেলা মাঠে শৌচকর্ম করতে নিয়ে যাবে বলে প্রতিবেশী যশোদা ঋষি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তার পর থেকে আর ওই মেয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তার মায়ের। এলাকায় খোঁজাখুঁজি করলেও মেয়ের কোন সন্ধান পায়নি বাড়ির লোক। মেয়ের বিষয়ে সেই দিন সন্ধ্যায় যশোদা এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করলেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ ওই নাবালিকার মায়ের। তাঁর দাবি, প্রতিবেশী যশোদা ঋষি ও তার স্বামী মথুর ঋষি তাঁদের মেয়েকে অপহরণ করে বিহারে পাচার করে দিয়েছে।

নিখোঁজ নাবালিকা মেয়ের মা মঞ্জু পাসমান জানান, ‘গত ৮ দিন আগে এক সন্ধ্যা বেলা আমার মেয়েকে সঙ্গে নিয়ে মাঠে শৌচকর্ম করার নাম করে নিয়ে যায় প্রতিবেশী যশোদা ঋষি। তারপর থেকে মেয়ের কোন খোঁজ পাওয়া যায়নি। প্রতিবেশী যশোদা ও তার স্বামীকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তারাও কোনও সদুত্তর দিতে পারেনি। হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকা তে আমরা খোঁজাখুঁজি করেও মেয়ের কোন হদিশ পাইনি। আমার সন্দেহ আমার প্রতিবেশী মহিলা যশোদা ঋষি ও তার স্বামী মথুর ঋষি মিলে আমার মেয়েকে অপহরণ করে বিহারে পাচার করেছে। আমি চাই পুলিশ ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক আর আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিক।’ এই ঘটনা নিয়ে মালদহ হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, ঘটনার অভিযোগ পাওয়া গেছে। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। নাবালিকার নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায় জানান, শুনলাম ওই নাবালিকা মেয়েকে নাকি অপহরণ করা হয়েছে। আমরা স্থানীয় পুলিশ প্রশাসনকে বলেছি যাতে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দোলের পরেই পারা চড়বে তরতরিয়ে, ৩৩ ডিগ্রি ছুঁয়ে ফেলবে সর্বোচ্চ তাপমাত্রা

বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রকেই ‘আর্থিকভাবে স্পর্শকাতর’ ঘোষণা কমিশনের

দেবাংশু ভোটে জিতলেই বিনামূল্যে ‘ফিস ফ্রাই’ বিতরণ

বালুরঘাটে সরকারি হাসপাতালের ভেতর চলছে বিউটি পার্লার !

জল্পেশ মেলায় বেড়াতে গিয়ে বাড়ি ফেরা হল না পানবাড়ির ধনঞ্জয়ের

প্রচারে বেরিয়ে মন্দিরে পুজো দিয়ে লাড্ডু বিতরণ প্রসূন বন্দোপাধ্যায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর