এই মুহূর্তে




শিলিগুড়ি থেকে ২ কোটি টাকার সোনা উদ্ধার করলো রাজস্ব দফতর




নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: গোপন সূত্রের খবরের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা বৃহষ্পতিবার শিলিগুড়ি জংশনের তেনজিং নোরগে বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করে। এরপর  গোয়েন্দা রাজস্ব দপ্তরে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে ৫কেজি ৩২৬ গ্রাম সোনা(GOLD) উদ্ধার করতে সক্ষম হয় কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ২কোটি ৭৭ লক্ষ।

ধৃতদের নাম অমিত খণ্ডেলওয়াল, হাসমুখ চান্দ খণ্ডেলওয়াল ও রাহুল গেলট। ধৃতরা রাজস্থান ও মুম্বাইয়ের বাসিন্দা। জানা যায়, মনিপুর থেকে সোনা গুলি নিয়ে এসে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্য ছিল ধৃতদের। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে(SILIGURI COURT) তোলা হয়। শিলিগুড়িকে ক্রমাগত চোরা পাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছেন কারবারিরা।

এর আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রশাসনিক বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী(CM) শিলিগুড়িকে চোরা চালান কারবারিদের রুট হিসেবে যাতে ব্যবহৃত করা না যায় তা নিয়ে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এমনকি তিনি পুলিশ ও প্রেস স্টিকার লাগানো গাড়িগুলির ওপরে নজরদারি চালাতে প্রশাসনকে নির্দেশ দেন। এরপর থেকেই উত্তরবঙ্গের(NORTH BENGAL) বিভিন্ন রুটে প্রশাসনের নজরদারিতে ধরা পড়ছে একের পর এক পাচারকারী।শিলিগুড়িতে এর আগেও বেশ কয়েকবার একাধিক সোনা পাচারকারীকে ধরতে সক্ষম হয় প্রশাসন। তবে শুধু সোনা নয়, এর পাশাপাশি মাদক থেকে শুরু করে বিদেশী দ্রব্য ও আরো নানা ধরনের উপকরণ প্রতিনিয়ত বিভিন্ন রুটে পাচার করার জন্য শিলিগুড়িকে বেছে নেওয়া হয় বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাজার হাজার টাকা প্রতারণার ঘটনায় প্রতারককে দড়ি দিয়ে বেঁধে চলল গণপ্রহার

ব্যাপক বৃষ্টিতে ইছামতি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙতে পারে কাঠের সেতু, আতঙ্কিত স্বরূপনগরবা

বৃদ্ধা মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে অত্যাচারের অভিযোগ পুত্র ও তার স্ত্রী’র বিরুদ্ধে

নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণা, ধৃত ১

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

৩২ বছর আগের সেই দিনের AI ভিডিও বানিয়ে ২১ জুলাইয়ের প্রচারে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ