27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:37 pm
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কাদোগেড়িয়া চকে ঘুট ঘুটে অন্ধকারে ঘাঁটি বেঁধে বসেছিল সাঁকরাইল থানার (Sakrail P.S.) পুলিশ। সেই সময় দূর থেকে আসতে দেখে হাত দেখিয়ে দাঁড় করায় একটি বলেরো গাড়িকে। সেই গাড়ি থেকে তল্লাশি চালিয়ে চোলাই মদ উদ্ধার করে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার (WestMedinipur District) কেশিয়াড়ী থানার (kesawari P.S.) ভরসা থেকে ওই গাড়িতে করে চোলাই মদ তৈরির সরঞ্জাম এনে সাঁকরাইলের বিভিন্ন জায়গার মদ তৈরি হতো। শুক্রবার ভোর রাতে বুলেরো গাড়ি থেকে ৩৬০ লিটার টিউবে থাকা মদ বাজেয়াপ্ত করে পুলিশ।
কেশিয়াড়ী এলাকার জ্যোতিকৃষ্ণপুর এলাকার বাসিন্দা গাড়ির চালক কৃষান জানা কে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়িটিকে পুলিশ আটক করেছে। গাড়ি থেকে নেমে পালিয়ে যায় চোলাই মদের মালিক অবীনাশ পাত্র। পুলিশ অবিনাশের খোঁজ চালাচ্ছে। শুক্রবার ধৃত গাড়ি চালককে তোলা হয় ঝাড়গ্রাম আদালতে (Jhargram Court)। সাঁকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ জানান, চোলাই মদ মুক্ত জঙ্গলমহলের (Jangalmahal) সাঁকরাইল ব্লক গড়ে তোলার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর বিরুদ্ধে লাগাতার অভিযান আগামী দিনে চলবে। ভেঙে পুড়িয়ে দেওয়া হবে সব অবৈধ ঠেক।
জঙ্গলমহল এলাকায় খেটে খাওয়া গরিব মানুষদের চোলাই মদের নেশা থেকে মুক্ত করতে সক্রিয় হয়ে উঠেছে প্রশাসন। প্রতিনিয়ত ওই এলাকায় যারা চোরাই পথে চোলাই মদ এবং তার উপকরণ মজুদ করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে জোর কদমে অভিযান শুরু হয়েছে পুলিশ প্রশাসনের।