এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কেন্দ্রের টাকা না আসায় কালিয়াচকে পাকা রাস্তা তৈরির কাজ বন্ধ

নিজস্ব প্রতিনিধি,কালিয়াচক: রাস্তা এখনো কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। ২০১৯-২০ বর্ষে রাস্তা তৈরীর কাজের জন্য বরাদ্দ হয়েছিল টাকা। কিন্তু সেই টাকায় রাস্তা হয়নি। রাস্তার নাম করে ফলক ও লাগানো হয়েছিল যদিও সেই ফলক পরে চুরি হয়ে যায়। এমনই এক ছবি দেখা গেল কালিয়াচকের(Kaliyachak) এক নম্বর ব্লকের রামা শংকর টলা এলাকায়। রাস্তার বরাদ্দ টাকা কোথায় গেল সেই প্রশ্ন এখন এলাকাবাসীদের। রাস্তার দাবী নিয়ে ইতিমধ্যেই জেলাশাসক ও কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিওর কাছে অভিযোগ করেছে।

গ্রামবাসীদের অভিযোগ রাস্তার তৈরির বরাদ্দ টাকা কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান , মেম্বাররা নয়ছয় করেছে। যদিও গ্রামবাসীদের এই অভিযোগ মানতে নারাজ কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এনআরইজিএস টাকা বর্তমানে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। যার ফলে রাস্তাটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। স্থানীয় গ্রামবাসীদের সূত্রে জানা যায়, কালিয়াচকের রামা সংকরপুর টোলা বাধ রোড এলাকার প্রায় এক কিলোমিটার রাস্তা ২০১৯-২০ বর্ষের এর জন্য ৩০ লক্ষ ৫৯ হাজার ৩৯৬ টাকা অর্থ বরাদ্দ হয়। টাকা বরাদ্দ হওয়ার পর রাস্তার উপরে কিছু মাটি ফেলা হয়। তারপর সেটি বন্ধ হয়ে যায় । পরবর্তীতে দেখা যায় রাস্তার দুদিকে দুটি ফলক লাগানো হয়েছে। রাস্তা তৈরি হয়নি এদিকে ফলক লাগানো হয়। সেই ফলক আবার কিছুদিন পর কেউ বা কারা উঠিয়ে ফেলে দেয়। গ্রামবাসীদের অভিযোগ রাস্তা তৈরীর বরাদ্দ টাকা নয় ছয় করেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও মেম্বাররা। এই বিষয়ে জেলাশাসক(DM) ও কালিয়াচক এক নম্বর ব্লক অফিসে গ্রামবাসীরা লিখিত আকারে মাচ পিটিশন জমা দিয়েছে।

আগামী পঞ্চায়েতের ভোটের আগে রাস্তার কাজ সম্পূর্ণ না হলে গ্রামবাসীরা একত্রিত হয়ে ভোট বয়কট করার হুঁশিয়ারি ও দিয়েছেন ‌।
আর এই ঘটনা সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর। মালদা বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ রায় জানান সারা রাজ্যেই রাস্তা থেকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঘরের ক্ষেত্রে দুর্নীতি প্রকাশ্যে আসছে । আর এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার ও প্রধানরা।‌ কালিয়াচক এক নম্বর ব্লকের রামা শংকর টোলা এলাকাতেও রাস্তার তৈরীর নামের টাকা গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বাররা নয় ছয় করেছে। যার জন্য এলাকার মানুষ আজকে রাস্তায় নেমে এর প্রতিবাদ জানাচ্ছে। আগামী দিনে বাংলার মানুষই এর জবাব দেবে।

এদিকে এই বিষয়ে কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের(TMC) প্রধান মোহাম্মদ আলী উশেখ জানান, রামা সংকর টোলা রাস্তার এনআরইজিএসের টাকা। এখন বর্তমানে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বন্ধ করে রেখেছে । যার জন্য কাজটি এখনো সম্পূর্ণ হয়নি।। রাস্তার টেন্ডার হয়ে আছে। বিরোধীরা এখন যেকোনো বিষয় নিয়ে গ্রামের মানুষদের উস্কানি দিচ্ছেন। তবে আমাদের সরকার সব সময় উন্নয়নের কথা ভাবে এবং মানুষের পাশে রয়েছে।
কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিও(BDO) সেলিম হাবিব বিশ্বাস জানান, রামা শংকর টোলা থেকে গ্রামবাসীরা আমার কাছে রাস্তার বিষয় নিয়ে একটি পিটিশন দিয়েছেন। ইতিমধ্যে এই রাস্তার তৈরীর ক্ষেত্রে যে অর্থ দরকার সেটি বর্তমানে নেই। এন আর ই জি এস টাকা এখন জটিলতার কারণে আসছে না। রাস্তাতে কিছু মাটির কাজ হয়েছিল তবে টাকা আসামাত্রই রাস্তাটির কাজ শুরু হবে সে বিষয়ে আমরা চেষ্টা করছি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

এবার দু ‘লক্ষেরও বেশি ভোটে জিতব নির্বাচনে : কাকলি ঘোষ দস্তিদার

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

‘অধীর চৌধুরীকে তৃণমূল বুঝিয়ে দেবে, বহরমপুর কার গড়’, দাবি নাড়ুগোপালের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর