এই মুহূর্তে




SIR নিয়ে সর্বদলীয় বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি : বিহারের পরে পশ্চিমবঙ্গেও বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরু করার কথা ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ৪ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা (BLO) ভোটারদের বাড়িতে বাড়িতে চলে যাবেন। তার আগে রাজ্যের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলো কী ভাবছে তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে হাজির রয়েছেন  ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ। বামেদের পক্ষ থেকে হাজির রয়েছেন সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, পলাশ দাস। বিজেপির পক্ষ থেকে রয়েছেন শিশির বাজোরিয়া। কংগ্রেসের পক্ষে হাজির রয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়। এসআইআর ঘোষণা হওয়ার আগে রাজনৈতিক দল গুলো প্রতিবাদ জানিয়ে আসছিল। এবার এই এসআইআর নিয়ে তাঁদের মন্তব্যই শুনতে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। তাই রাজনৈতিক দলগুলো থেকে সদস্যরা এদিন হাজির হন সিইও অফিসে। সেখানে চলছে আলোচনা।

 সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন সদনে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় পর্যবেক্ষণ (এসআইআর) সমীক্ষার নির্ঘন্ট ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।  তিনি বলেন ‘প্রথম পর্যায়ে বিহারে সফলতার সঙ্গে এসআইআর সম্পন্ন হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাডু, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, কেরল, গুজরাত গোয়া, আন্দামান নিকোবর, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এসআইআরের কাজ চলবে। ১২ রাজ্যে এসআইআর শুরু করা হচ্ছে। যাতে নিবিড় সমীক্ষার কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার জন্য প্রতি বুথ পিছু একজন করে বুথ লেভেল অফিসার (বিএলও) থাকবেন। কোনও যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। তবে যারা অবৈধ ও অযোগ্য হিসাবে বিবেচিত হবেন, তাদের কারও নাম ভোটার তালিকায় থাকবে না। তালিকা থেকে বের করে দেওয়া হবে।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

ভিএইচপি নেতার গ্রেফতারি, চাপের মুখে প্রশাসন? রাতারাতি বদলি করা হল ‘লেডি সিংহম’ ADM ঋতুকে

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ