এই মুহূর্তে




আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য, সংবিধান হাতে SIR-র প্রতিবাদে রাজপথে মুখ্যমন্ত্রী, পাশে অভিষেক

নিজস্ব প্রতিনিধি : এসআইআর এর প্রতিবাদে আম্বেদকরের মূর্তির সামনে থেকে পদযাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট সময়ে রেড রোডে হাজির হয়েছেন সকল বিধায়ক সাংসদরা। হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন মিছিলে কর্মী সমর্থকদের হাতে দেখা গিয়েছে প্ল্যাকার্ড। সংবিধান হাতে নিয়ে মুখ্যমন্ত্রী হাঁটছেন রাজপথে। কেন্দ্র সংবিধান মানছে না, এই বার্তাই দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

এদিন রেড রোডে এসে কর্মী-সমর্থক এবং দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর মিছিলে দেখা গেছে সাম্প্রদায়িক সম্প্রীতি। মিছিলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কড়া নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শুরুর আগে ফের একবার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, একটা বৈধ ভোটারও যেন বাদ না যায়। এদিনের মিছিলে দেখা গিয়েছে সিরিয়ালের কলাকুশলীদের। কলকাতা সংলগ্ন এলাকার বিধায়কদের হাজির থাকার কথা বলা হয়েছে। সেইমতো সকলেই হাজির রয়েছে এই মেগা মিছিল। কলকাতা থেকে যে মিছিলের শুরু হল, সেটা সামনের দিনে আরও মিছিল হবে। সামনের সারিতে রয়েছেন হিন্দু, মুসলিম, শিখ, পাঞ্জাবি সহ সমস্ত সম্প্রদায়ের মানুষ। তৃণমূলের মিছিলের সামনে রয়েছে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা।

মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এস আই আর এর মূল পর্বের কাজ। বাড়িতে বাড়িতে গিয়ে বিএলওরা কাজ করছেন। এই দিনেই এফ আই আর এর প্রতিবাদে সোচ্চার হয়ে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা হাঁটছেন মমতা ও অভিষেক। সঙ্গে রয়েছেন সমস্ত সাংসদ বিধায়ক তৃণমূলের কর্মী সমর্থকরা। বৈধ ভোটার বাদ না যাওয়া থেকে, এনআরসি আতঙ্কে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। বিআর আম্বেদকর মূর্তির সামনে থেকে মিছিল শুরু করে রানি রাসমনি, ডরিনা ক্রসিং, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মিছিল পৌঁছবে জোড়াসাঁকোতে। সেখানেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল নেত্রীর এই মেগা র‍্যালিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উত্তেজনা ছিল প্রবল। রেড রোডের একধারে ব্যারিকেট করে দেওয়া হয়। সেখানেও দাড়িয়ে রয়েছেন বহু সাধারণ মানুষ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ