এই মুহূর্তে




উদ্বোধনে থাকবে উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’, ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নির্ঘণ্ট ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গেল ৩১তম কলকাতা আন্তর্জাতিক  চলচ্চিত্র উৎসবের দিন গোনা। সিনেপ্রেমীদের এক বছরের অপেক্ষা শেষ হবে।  একসপ্তাহ ধরে চলবে কলকাতা চলচ্চিত্র উৎসব। উত্তম-সুচিত্রার কালজয়ী সিনেমা ‘সপ্তপদী’ দেখানো হবে উদ্বোধনী ছবি হিসেবে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস  মঙ্গলবার নন্দনে সাংবাদিক সম্মেলনে ৩১তম আন্তর্জাতিক  চলচ্চিত্র উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন। জানালেন ৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই অনুষ্ঠান।

প্রতি বছরের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন। অন্যান্য বছরের মতো ‘সিনে আড্ডা’র আয়োজন হবে এই বারেও। মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’। ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশন দিয়েই শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ৬ নভেম্বর বিকেল পাঁচটায় ধনধান্য স্টেডিয়ামে দেখানো হবে উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে ‘সপ্তপদী’। জানা গিয়েছে, ১,৮২৭টি সিনেমা এন্ট্রি নিলেও নির্বাচিত হয়েছে ৩৯টি দেশের বাছাই করা ২১৫টি সিনেমা। বাছাই করা এই তালিকায় স্বল্প দৈর্ঘ্যের ৩০টি সিনেমা ও পূর্ণ দৈর্ঘ্যের ছবির সংখ্যা ১৮৫টি সিনেমা থকবে। থকাবে একাধিক তথ্যচিত্রও। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে । কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার সিনেমা।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে। পরিচালক ঋত্বিক ঘটকের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে তাঁর নির্মিত ‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘কোমল গান্ধার’, ‘তিতাস একটি নদীর নাম’ দেখানো হবে। ঋত্বিক ঘটক ছাড়াও গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী, রিচার্ড বার্টনের শতবর্ষ। মঙ্গলবার নন্দনের বৈঠকে ইন্দ্রনীল সেন, হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জুন মালিয়া, কোয়েল মল্লিক-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিরাট পদক্ষেপ! দুবাইয়ে ‘আল্ট্রা-লাক্সারি’ প্রাইভেট আইল্যান্ড তৈরি করতে চলেছেন রণবীর-আলিয়া

‘আপনাদের লজ্জা নেই?’ ধর্মেন্দ্রর জুহুর বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড় দেখে চটলেন সানি দেওল

জনসমক্ষে রশ্মিকার হাতে আদরের চুম্বন, তবে কী সম্পর্কে সিলমোহর দিয়েই দিলেন বিজয়?

মেয়াদোত্তীর্ণ ভিসা সহ পাক-আফগান-বাংলাদেশী নাগরিকদের খোঁজে পুলিশ

পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত? জানাল আবহাওয়া দফতর

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ