এই মুহূর্তে




মালদহ তৃণমূল নেতা খুনে দুই মূলচক্রীর খোঁজে ২ লক্ষ টাকা পুরস্কার, ঘোষণা পুলিশের




নিজস্ব প্রতিনিধিঃ মালদহের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলাকে খুনের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই খুনের ঘটনায় জড়িত আরও দুজনকে এখনও ধরতে পারেনি পুলিশ। এবার তাদের জন্য দুলক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল পুলিশ। মালদহ জেলা পুলিশ জানিয়েছে, কৃষ্ণ রজক ওরফে রোহন এবং বাবলু যাদব তৃণমূল নেতার খুনের সঙ্গে যুক্ত। তাদের ধরিয়ে দিতে পারলে বা কোনও খোঁজ পুলিশকে দিতে পারলে দুলক্ষ টাকা পুরস্কার মিলবে।

পুলিশ সূত্রে খবর, পলাতক দুই অভিযুক্তের নাম বাবলু যাদব। বয়স ৩১ বছর। তিনি মালদহের মহানন্দা কলোনির বাসিন্দা। অপরজন কৃষ্ণ রজক ওরফে রোহন। বয়স ৩০ বছর। তিনি মালদহ রেলওয়ে বারাক কলোনির বাসিন্দা। তাদের ছবি-সহ পরিচয়পত্র প্রকাশ করে পুলিশকে এই দুই ব্যক্তির খোঁজ দিতে পারলে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে তথ্য প্রদানকারীর নামও গোপন রাখা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ শহরের মহানন্দাপল্লির বাড়ি থেকে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা বাবলা সরকার। ঘটনার দিনই বিহারের কাটিহার জেলার বাসিন্দা সামি আকতার ও আবদুল গনি এবং ইংলিশবাজার থানার গাবগাছির যদুপুরের বাসিন্দা টিঙ্কু ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ। বিহারের দুই দুষ্কৃতী সুপারি কিলার হিসেবে কাজ করেছে বলে দাবি পুলিশের। এই মামলায় শুক্রবার ইংলিশবাজার শহরের দুই বাসিন্দা অভিজিৎ ঘোষ ও অমিত রজককে গ্রেফতার করা হয়। বাবলার বাড়ি থেকে মাত্র আড়াইশো মিটার দূরেই রেলের বারাক কলোনিতে ধৃত অমিতের বাড়ি। পুলিশের সন্দেহ, এই খুনে বিহারের দুই দুষ্কৃতীকে সুপারি কিলার হিসেবে ব্যবহার করা হলেও অমিতের বাড়ি থেকেই বাবলার গতিবিধি জেনেছে আততায়ীরা।

এদিকে তৃণমূল নেতা খুনে তিনদিন কেটে গেলেও মাস্টারমাইন্ড কে? তা জানা যায়নি। বাবলাকে খুনের সুপারিকার নির্দেশে দেওয়া হয়েছিল? এই খুনের নেপথ্যে কী শহরের কোনও বড়সড় মাথা রয়েছে? উঠছে এই প্রশ্নও। মৃত তৃণমূল নেতার স্ত্রী তথা ইংলিশবাজার পুরসভার কাউন্সিলর চৈতালি সরকারের প্রশ্ন, “কারা আমার স্বামীকে খুন করল, মাথাটা কার? সেটা আমার জানা দরকার। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কয়েকদিন ধরেই অমিতের বাড়িতে অপরিচিতদের আনাগোনা বাড়ছিল। রাতে রান্না, খাওয়া-দাওয়া চলত। অমিতের বাড়ি থেকেই বাবলার রোজকার গতিবিধির উপরে নজর রাখা হচ্ছিল। তৃণমূল নেতা খুনের পর ওই বাড়িতে আর কাউকে দেখা যায়নি বলেই জানতে পেরেছে পুলিশ। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েও কেন কাজ করাননি? বাড়ি-বাড়ি গিয়ে ধমক বিডিও’র

সৎ ভাইকে গঙ্গায় ফেলে দিয়ে গা ঢাকা, অবশেষে গ্রেফতার দাদা, তোলপাড় নবদ্বীপ

সারা শরীরে আঘাতের চিহ্ন, ডোমজুড়ে ৪ বছরের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার

পণের টাকা দিতে না পারায় লাগাতার যৌন নির্যাতন, স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর বিরুদ্ধে

ঈদে ছুটির কারণে শনিবারও হবে আর্থিক লেনদেন,বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

সঙ্ঘাতের পথ ছাড়লেন রাজ্যপাল,বাজেট অধিবেশনে পাশ হওয়া তিন বিলে ছাড় বোসের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর