এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

হাওড়ার ঘটনায় মুখ্যমন্ত্রীর নিশানায় গেরুয়া ব্রিগেড

নিজস্ব প্রতিনিধি: রামনবমী(Ramnabami) উপলক্ষ্যে মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে হাওড়া(Howrah) শহরের শিবপুর(Shibpur) এলাকার কাজীপাড়া থেকে সন্ধ্যাবাজার পর্যন্ত এলাকা। গতকাল এই এলাকাতেই দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় গোটা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। আহত হন উভয়পক্ষের অন্তত ৩২জন। সেই সঙ্গে ব্যাপক হারে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনাও ঘটে। সেই ঘটনায় এদিন গেরুয়া ব্রিগেডকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি হাওড়ার ঘটনার জন্য বিজেপি(BJP) ও গেরুয়া শিবিরকেই আক্রমণ শানিয়েছেন সেই সঙ্গে সবাইকে একালায় শান্তিরক্ষা করতেও বলেছেন।

আরও পড়ুন আমার ওপর ভরসা রাখুন, ক্ষতিপূরণ পাবেন, শিবপুরবাসীকে বার্তা মমতার

গেরুয়া ব্রিগেডকে হাওড়ার ঘটনায় দোষী ঠাউরে মুখ্যমন্ত্রী বলেন, ‘কালকে দেশের প্রায় ১০০টা জায়গায় বিজেপি এই ভাবে দাঙ্গা করেছে। আমরা বার বার বলেছিলাম ওই এলাকায় যাতে কোনও মিছিল না ঢোকে। যেখানে সংখ্যালঘুরা থাকে সেখানে দোকান জ্বালিয়েছে। পার্ক সার্কাসেও চেষ্টা করেছে। এটা হিন্দুরা করেনি। এটা বিজেপির লোকজন যারা গুন্ডামি করে তারা এইটা করেছে। বিজেপি একমাস আগে থেকে প্ল্যান করছে। এই দাঙ্গা করার জন্য। কালকে এক তরফা হয়েছে। কালকে মুসলিমরা করেনি। ওরা রমজান মাসে বেআইনি কিছু করে না। বিজেপি রামনবমী কে সামনে রেখে এই সব করছে। রাম কোনও দিন এই সব চায়নি। আমি শুনেছি হাওড়ার মুসলিমরা ক্ষুব্ধ রয়েছে। তারা একটা প্ল্যান করেছে প্রতিবাদ করার। তাদের অনুরোধ করব, আপনারা আমার ওপর প্রতিবাদের বিষয়টি ছাড়ুন। আপনারা মাথা ঠান্ডা রাখুন। আমি সকলকে শান্তি বজায় রাখার অনুরোধ করছি। যাদের ঘরবাড়ি ভেঙেছে দোকান ভেঙেছে তাদের আমরা হেল্প করব। ওই ঘটনায় ৩৬ জন অ্যারেস্ট হয়েছে। আরও অনেকে অ্যারেস্ট হবে। এই ঘটনার যারা নাটের গুরু ক্রিমিনাল মাথা তাদের ধরতে হবে।’

আরও পড়ুন মমতার বাংলাই সব থেকে নিরাপদ, ফ্ল্যাট বিক্রি তুঙ্গে কলকাতায়

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘পুলিশ মিছিলের অনুমতি দেয়নি সেটাই আমাকে জানানো হয়েছে। যখন গাদা গাদা লোক ঢুকে গেছে, তখন যদি পুলিস ফায়ার করত যে কোনও কারোর মাথায় লাগতে পারত। সুতরাং কিল খেয়েও কিল হজম করতে হয়েছে। তার আগে উচিত ছিল ব্যারিকেড করে পুরো এলাকাটাকে আটকে রাখা। আমরা ওই এলাকায় পুলিস প্রটেকশন রেখেছিলাম যাতে কাউকে না মারতে পারে। কেউ প্রাণে মারা যায়নি এইটা আমার কাছে অনেক আশীর্বাদের ও দুয়া বলতে পারেন। পুলিশের কিছুটা শৈথিল্য নিশ্চয়ই হয়েছে। কেউ কেউ ভয় পেয়ে গেছে। ওরা ভয় দেখায়। চমকায়। বলে সিবিআই করে দেব, ইডি করে দেব। যারা ভীরু অফিসার আছেন। কিছু সাহসী পুলিশও আছেন, তাঁরা ভাল কাজ করেন। কিন্তু একাংশ সব জায়গাতেই আছে যারা Understanding করে চলে। এটা আমরা Tolerate করবো না। কারণ মানুষের কাজ করা আমাদের সকলের কাজ। আমিও যদি ভুল করি তাহলে আপনারাও আমাকে সহ্য করবেন না। কিছুতেই এই দাঙ্গাবাজি আমরা সহ্য করবো না। বাংলায় শান্তি আছে এটাই তো সব থেকে বড় কথা।’

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর সফরে কিঞ্চিৎ পরিবর্তন

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন,‘বাংলায় শান্তি রয়েছে, কিন্তু এই ঘটনার নাম করে একটা NIA টিম পাঠিয়ে দেবে। ১৬০টা সেন্ট্রাল টিম আগেই পাঠিয়েছে, আবার পাঠাবে। নিজেরাই বন্দুক নিয়ে গিয়ে মিছিল করল, লোক মারতে গেল, আক্রমণ করল, ঘর ভাঙলো, দোকান পুড়িয়ে দিল। দিয়ে আবার বলছে সেন্ট্রাল টিম আসুক, সিআরপিএফ পাঠিয়ে দাও। নাটকের একটা শেষ আছে। দাঙ্গাবাজদের আমি দেশের Burden বলে মনে করি। এরা যত তাড়াতাড়ি দেশ থেকে বিদায় নেয় ততই ভালো ও মঙ্গল। আমি সকলকে অনুরোধ করব আমার প্রতি আস্থা রাখুন আমি Proper Action নেব। যারা অ্যাটাক করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা এখন আমাদের আইন হয়ে গেছে। যারা সম্পত্তি নষ্ট করবে তাদের সম্পত্তিও অ্যাটাচ করা হয়। মুখ্যসচিব পরিস্থিতির ওপর নজর রাখছেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪২ ডিগ্রিতে ORS মেশানো জল খেয়ে শরীর সতেজ রাখছে হরিণের দল

সন্দেশখালিতে তদন্তে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে হাজির সিবিআই – এর ১০ জনের প্রতিনিধি দল

‘রায়গঞ্জের সাংসদ জবাব পাবেন দক্ষিণ কলকাতায়’, দেবশ্রীকে আক্রমণ অভিষেকের

তীব্র দাবদাহ থেকে পুলিশ আধিকারিকদের বাঁচাতে হাওড়া সিটি পুলিশের বিশেষ কিট প্রদান

কার ভোটে সুমিতা থাবা বসাবেন, হিসাব কষছে দুই ফুলই

ফের তৃণমূলের বিক্ষোভের মুখে অধীর, এবার নওদায় ‘গো ব্যাক’ স্লোগান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর